Earthquake

ভোরবেলায় তীব্র ভূমিকম্প শিলিগুড়িতে, উৎস নেপাল

সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উওরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ দিন ভোর ৫টা নাগাদ তীব্র কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় নেমে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ০৮:৩৭
Share:

প্রতীকী ছবি।

সোমবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি সহ উওরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ দিন ভোর ৫টা নাগাদ তীব্র কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় নেমে আসেন।

Advertisement

ভূমিকম্পের উৎস নেপালের কাঠমান্ডু থেকে প্রায় ১৩০ কিমি দূরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। যাকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলে বিশেষজ্ঞরা দাবি করেন। মাঝারি হলেও ভোর রাতের কাঁপুনিতে আতঙ্ক ছড়ায় বেশি। ফিরিয়ে আনে বছর দেড়েক আগের ভয়াবহ কম্পনের স্মৃতি। সে বারের মতো এ দিনও ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় এবং ইউরেশিয়ার প্লেটে সংঘর্ষের কারণেই নেপাল-সহ গোটা উওরবঙ্গ কেঁপে ওঠে।

Advertisement

আরও পড়ুন: নোট বাতিলে বামেদের বনধ আপাতত প্রভাবহীন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন