দোলের প্রস্তুতি তুঙ্গে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০২:২১
Share:

রং-খেলা: দোলের দোকান। জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

‘ফাগুন লেগেছে বনে বনে’! বসন্ত উৎসবের মহড়ায় মেতেছেন কোচবিহারের একদল শিল্পী। কোচবিহারের দক্ষিণ খাগরাবাড়ি এলাকায় ‘বাহারি বসন্ত’ নামে একটি সংস্থার ঘরে ওই মহড়া চলল।

Advertisement

রবিবার ওই মহড়ায় অংশ নেন শ্রীপর্ণা সরকার, রেশমি সিংহ, মৃগাঙ্কি দত্ত, জয়শ্রী দত্ত, পল্লবী রায়ের মত একঝাঁক শিল্পী। উদ্যোক্তারা জানান, ১২ মার্চ শহরের এমজেএন স্টেডিয়ামে বসন্ত উৎসব করা হবে। ওই দিন সকালে নাচ, গান, আবৃত্তি সহ নানা অনুষ্ঠানে মাধ্যমে রঙের উৎসবে মাতবেন সকলে। পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের অনেকে ওই অনুষ্ঠানে সামিল হবেন।

অনুষ্ঠানে সামিল হতে চেয়ে ফেসবুকের মাধ্যমে উদ্যোক্তাদের সঙ্গে তারা অনেকে যোগাযোগও করেছেন। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মেলবন্ধনও হবে বলে আশাবাদী আয়োজকরা।

Advertisement

অনুষ্ঠানের শুরুতে মদনমোহন মন্দির থেকে প্রভাতফেরি শহরের বিভিন্ন এলাকায় পরিক্রমা করবে। আয়োজকদের তরফে অলোক সাহা জানিয়েছেন, পাঁচ শতাধিক শিল্পী যোগ নেবেন।

একই দিনে বসন্ত উৎসব আয়োজনের ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে কোচবিহারের আরও একটি সাংস্কৃতিক সংস্থা ‘মোহনা’। ওই সংস্থার তরফে রবিবার সন্ধ্যায় কোচবিহারের মরাপোড়া চৌপথি এলাকায় প্রস্তুতি বৈঠক হয়। ওই সংস্থার কর্তা দিব্যেন্দু ভৌমিক বলেন, দোলের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভেষজ আবিরে মাতবেন সবাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন