মন্ত্রীর তৎপরতাতেও জট কাটল না কলেজে

আন্দোলনরত ছাত্রদের দাবি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তেরও আশ্বাস দেন৷ কিন্তু অধ্যাপক দীপককুমার কোলেকে না সরানো পর্যন্ত নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা মন্ত্রীকে সাফ জানিয়ে দেন ছাত্ররা৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ০৩:১১
Share:

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে মন্ত্রী গৌতম দেব এবং সৌরভ চক্রবর্তী। নিজস্ব চিত্র

হস্তক্ষেপ করলেন মন্ত্রী। তবুও অস্থিরতা কাটল না জলপাইগুড়ি় সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে।

Advertisement

তিনদিন ধরে চলা অচলাবস্থা কাটাতে রবিবার সেখানকার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ কখনও সেই আলোচনা হয় সার্কিট হাউজে, তো কখনও মন্ত্রী ছুটে যান কলেজ ক্যাম্পাসে৷ আন্দোলনরত ছাত্রদের দাবি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তেরও আশ্বাস দেন৷ কিন্তু অধ্যাপক দীপককুমার কোলেকে না সরানো পর্যন্ত নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার কথা মন্ত্রীকে সাফ জানিয়ে দেন ছাত্ররা৷

প্রশাসন র‌্যাগিং নিয়ে কড়া অবস্থান নিয়েছে। অভিযুক্ত ২৪ জন ছাত্রের বিরুদ্ধে মামলা রুজু করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। এই ছাত্রদের বেশিরভাগই দ্বিতীয় বর্ষের। তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্রও রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ৩০৭ ধারায় প্রাণনাশের হুমকি সহ মারধর ও একাধিক ধারা রয়েছে। রাজ্যের র‌্যাগিং বিরোধী আইনও দায়ের করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধে থেকে গোলমাল শুরু হয় জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে৷ প্রথমে মনে করা হয়েছিল প্রথম ও দ্বিতীয় বর্ষের দুই ছাত্রের মধ্যে মারপিটের ঘটনা ঘিরেই এই গোলমাল৷ কিন্তু শনিবার প্রথম বর্ষের এক ছাত্র হস্টেল থেকে পালিয়ে এসে অভিযোগ করেন, বৃহস্পতিবার তার ওপর র‌্যাগিং করেছিল সিনিয়র ছাত্ররা৷ তাদের বাধা দেন অধ্যাপক দীপককুমার কোলে।

শুক্রবার সকাল থেকে দীপকবাবুর অপসারণ দাবি করে আন্দোলন শুরু করেন দ্বিতীয়বর্ষের ছাত্ররা৷ র‌্যাগিং ধামাচাপা দিতেই ওই আন্দোলন বলে অভিযোগ করেন প্রথম বর্ষের ছাত্ররা। জট কাটাতে রবিবার আসরে নামেন পর্যটনমন্ত্রী গৌতম দেব৷ এ দিন সকালে প্রথমে সার্কিট হাউজে র‌্যাগিং-এর অভিযোগ তোলা প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে আলোচনায় বসেন তিনি৷ তারপর আলোচনা করেন অধ্যাপকদের সঙ্গে ৷ দুপুরে জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে কলেজে যান তিনি৷ সঙ্গে ছিলেন এসজেডির-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীও।

আন্দোলনকারী ছাত্রদের মন্ত্রী জানান তাঁর সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে৷ তাঁদের যা যা অভিযোগ রয়েছে তার নিরপেক্ষ তদন্ত হবে৷ কিন্তু তাঁরা যেন অনশন-আন্দোলন তুলে নেন৷ কিন্তু দীপকবাবুকে অপসার়িত না করা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ পরে মন্ত্রী বলেন, ‘‘ছাত্রদের অনুরোধ করেছি৷ এ বার নিজেদের মধ্যে আলোচনা করে ওরা ঠিক করুক কী করবে৷’’

মন্ত্রীর সঙ্গে আলোচনায় এ দিন অধ্যাপকরাও বুঝিয়ে দেন যে তাঁরা দীপকবাবুর পাশেই রয়েছেন৷ একইসঙ্গে কলেজে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনারও দাবি তোলেন তাঁরা৷ তার আগে প্রথম বর্ষের ছাত্ররা পর্যটনমন্ত্রীকে জানান, কীভাবে তাঁদের উপর র‌্যাগিং করেছিল সিনিয়র ছাত্ররা৷

জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, ‘‘প্রথম বর্ষের ছাত্রের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। তদন্ত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন