মেঘের পরে মেঘ..। শিলিগুড়িতে বিশ্বরূপ বসাকের তোলা ছবি।
সরকারি নির্দেশের পরেও স্কুলে গরমের ছুটি না-দেওয়ার অভিযোগ উঠেছে শিলিগুড়ি হিন্দি হাই স্কুল (বয়েজ) কর্তৃপক্ষের বিরুদ্ধে। শিক্ষা দফতরের প্রধান সচিবের দফতর থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ১৯ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার। গত ১১ মে সেই নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে পাঠিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষক, শিক্ষিকাদের জানাতে বলা হয়। সেই মতো স্কুল পরিদর্শকের দফতর থেকে নির্দেশিকাও পাঠানো হয়েছিল। অথচ শিলিগুড়ি হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষ সেই মতো ১৯ মে থেকে ছুটি দেননি বলে অভিযোগ। সরকারি নির্দেশ না মানা হলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও স্কুলের শিক্ষক, শিক্ষিকারা কর্তৃপক্ষকে জানিয়েছেনও। তার পরেও কেন হিন্দি হাই স্কুল কর্তৃপক্ষ গরমের ছুটি দেননি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিলিগুড়ির স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার বলেন, ‘‘অভিযোগ খতিয়ে দেখতে সোমবার স্কুলে যাব। ছুটির বিষয়টি স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চাইব।’’
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদে যিনি রয়েছেন তাঁকে নিয়েও বিতর্ক রয়েছে। তিনি সরকারের তরফে নিয়োগপ্রাপ্ত নন বলে অভিযোগ। এক সদস্যের স্কুল পরিচালন কমিটি সরকারি নিয়ম না মেনেই তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বসিয়েছে বলে অভিযোগ। স্কুলটি যে সমিতির অধীন, তার সদস্য সীতারাম ডালমিয়া বলেন, ‘‘এখানে আবহাওয়া খুব গরম নয়। তা ছাড়া এক মাসের মতো ছুটি তো কিছু দিন আগেই হল। তাতে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের স্কুলটি ভাষাগত ভাবে সংখ্যালঘুদের। সে কারণে আমরাই প্রধানশিক্ষক নিয়োগ করেছি। আগাম ঘোষণা মতো স্কুল ২১ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ছুটি থাকবে।’’ যদিও তা মানতে রাজি নন স্কুলে সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘সরকারি নির্দেশিকা এখনও হাতে পাইনি। তাই নির্দেশিকা না মেলা পর্যন্ত ছুটি দিতে পারছি না।’’
স্কুল ছুটি না দেওয়ায় সরকারি নির্দেশ না মেনে তাদের স্কুলে যেতে হচ্ছে বলে উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষিকাদের একাংশ। ২০ মে তাঁরা স্কুল পরিদর্শকের দফতরে গিয়েও বিষয়টি জানান যাতে তাঁদের কোনও সমস্যায় পড়তে না হয়। ওই শিক্ষকেরা জানান, স্কুল পরিদর্শকের দফতরে তাঁরা বলেছেন, স্কুলের প্রধান শিক্ষক সরকারের তরফে নিয়োগপ্রাপ্ত নন। তবে স্কুল পরিচালন সমিতি সম্পাদকের কথা মেনে তাদের স্কুলে যেতে হচ্ছে।
গরম আবহাওয়ার জন্য ৯ এপ্রিল নির্দেশিকা জারি করে ১১ এপ্রিল থেকে স্কুলগুলিকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল শিক্ষা দফতর। সেই মতো ১৫ মে পর্যন্ত স্কুল ছুটি রাখতে হয়। শিক্ষা দফতর ১১ মে ফের নির্দেশিকা দিয়ে জানায়, ১৬ এবং ১৭ মে স্কুল খোলা রাখা হোক। ওই দু’দিনে পড়ুয়াদের সিলেবাস বিস্তারিত বুঝিয়ে দিতে হবে। পরীক্ষার রুটিন জানাতে হবে। এর পর ১৯ মে থেকে গরমের ছুটি ঘোষণা করার কথা জানায় শিক্ষা দফতর।