দুষেও মুখ্যমন্ত্রীকেই ‘ভরসা’ রাহুলের

পাহাড় থেকে শুরু করে বসিরহাট বা বাদুড়িয়ার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে এ দিন তাঁর পদত্যাগও দাবি করেন রাহুল সিনহা৷ রাজ্য সরকারের শান্তি কমিটি নিয়েও তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০২:৩৮
Share:

জলপাইগুড়িতে দলের বিস্তারক কর্মসূচিতে যোগ দেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ।

কড়া ভাষায় সমালোচনা করতে গিয়ে পাহাড়ে এক সময় শান্তি প্রতিষ্ঠার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কৃতিত্ব দিয়ে বসলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ৷ তবে একইসঙ্গে পাহাড়ের বর্তমান পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে তার পদত্যাগেরও দাবি তুললেন তিনি৷

Advertisement

শনিবার জলপাইগুড়িতে দলের বিস্তারক কর্মসূচিতে যোগ দেন রাহুলবাবু। এখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে রাহুলবাবু পাহাড় সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি করেন৷ তাঁর কথায়, ‘‘এ রাজ্যে মুখ্যমন্ত্রীই সব৷ বাকি মন্ত্রী বা আমলাদের কোনও সম্মান নেই৷ তাই পাহাড় সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর উচিত তাঁর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকা৷ সাত বছর আগে তো আলোচনার মাধ্যমেই পাহাড় শান্ত করেছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ কেন আলোচনা করছেন না৷’’

তবে পাহাড় থেকে শুরু করে বসিরহাট বা বাদুড়িয়ার ঘটনার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করে এ দিন তাঁর পদত্যাগও দাবি করেন রাহুল সিনহা৷ রাজ্য সরকারের শান্তি কমিটি নিয়েও তিনি আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেন৷

Advertisement

দু’দিন আগে বেলাকোবায় বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ ওঠে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে৷ হাসপাতালে ভর্তি নকুল দাস নামের ওই কর্মীকে এ দিন দেখতে যান রাহুলবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন