গঙ্গার প্রকল্পে রায়গঞ্জ, ইংরেজবাজারকে ২২ কোটি

জাতীয় গঙ্গা সাফাই অভিযান প্রকল্পে কংগ্রেস পরিচালনাধীন রায়গঞ্জ পুরসভার জন্য ২২ কোটি টাকা বরাদ্দ করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। মালদহের ইংরেজবাজার পুরসভাও একই পরিমাণ টাকা পেয়েছে। ২৩ মার্চ কেন্দ্রীয় জলসম্পদ ও নদী উন্নয়ন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিটি জারি হয় বলে বুধবার দাবি করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৫ ০৪:৩৩
Share:

জাতীয় গঙ্গা সাফাই অভিযান প্রকল্পে কংগ্রেস পরিচালনাধীন রায়গঞ্জ পুরসভার জন্য ২২ কোটি টাকা বরাদ্দ করার বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। মালদহের ইংরেজবাজার পুরসভাও একই পরিমাণ টাকা পেয়েছে। ২৩ মার্চ কেন্দ্রীয় জলসম্পদ ও নদী উন্নয়ন মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তিটি জারি হয় বলে বুধবার দাবি করেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করার পর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান। এ দিকে পুরসভা নির্বাচনের মুখে কেন্দ্রের এমন বিজ্ঞপ্তি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিরোধী দলনেতারা।

Advertisement

মোহিতবাবু বলেন, কুলিক নদীর সঙ্গে গঙ্গার সম্পর্ক রয়েছে। সে কারণেই রায়গঞ্জকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। মোহিতবাবু বিজ্ঞপ্তির প্রতিলিপি দেখিয়ে দাবি করেন, গঙ্গা সাফাই অভিযান প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেশের ৬টি রাজ্যের ১১৮টি পুরসভার প্রত্যেকটির জন্য ২২ কোটি টাকা করে বরাদ্দ করেছে। সেই তালিকায় এ রাজ্যের ৩৭টি পুরসভা রয়েছে। উত্তরবঙ্গের রায়গঞ্জ ও তৃণমূলের পরিচালনাধীন ইংরেজবাজার পুরসভাকে ওই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি জানান, প্রকল্পে বরাদ্দ টাকা দিয়ে রায়গঞ্জের কুলিক নদীর ভাঙন রুখতে স্থায়ী পরিকাঠামো, নদীবাঁধ তৈরি করা হবে। এ ছাড়াও নদী সংলগ্ন শহর এলাকার রাস্তাঘাট, বিদ্যুত্‌ পরিষেবার উন্নয়ন-সহ বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সমীক্ষা করে সার্বিক উন্নয়ন করা হবে।

অন্য দিকে সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল ও জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য এই বিজ্ঞপ্তির বিরোধিতা করেন। অপূর্ববাবুর কথায়, “আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু পুরসভা নির্বাচনের মুখে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যদি কোনও পুরসভাকে উন্নয়নমূলক কাজের জন্য টাকা দিয়ে থাকে, তবে তা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” অমলবাবুর কটাক্ষ, “তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের ধারাবাহিক উন্নয়নের জেরে মোদী-হাওয়া ভ্যানিস হয়ে গিয়েছে। তাই পুরসভা নির্বাচনের মুখে বিজেপিকে রাজনৈতিক সুবিধা করে দিতেই কেন্দ্র, রায়গঞ্জ-সহ রাজ্যের ৩৭টি পুরসভার জন্য গঙ্গা সাফাই অভিযান প্রকল্পে টাকা বরাদ্দ করেছে।”

Advertisement

বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তীর দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতা দখল করার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্য দিয়ে বয়ে চলা নদীগুলির উন্নয়নের ব্যাপারে উদ্যোগী হয়। তিনি বলেন, “উন্নয়নের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা বিরোধীদের উচিত নয়।” মোহিতবাবু বলেন, “এই টাকা কোনও রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়নি। গঙ্গা নিয়ে প্রকল্পের জন্যই এই টাকা দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন