ভাড়াটিয়ার সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়ির মালিকের বিরুদ্ধে। গত সোমবার ঘটনাটি ঘটে জয়গাঁ থাণার ঝর্না বস্তি এলাকায়। বুধবার রাতে জয়গাঁ থানায় অভিযোগ দায়ের করেন শিশুর মা। বিষয়টি জানাজানি হতেই পলাতক অভিযুক্ত তাহের আলি। জয়গাঁ থানার ওসি কাশ্যপ রাই বলেন, “ওই শিশুকে মেডিক্যালের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাহেরের খোঁজ চলছে।”