ফুটবলে ফাঁকি না দিয়েও সেরা সর্বার্থ

বিকেলে মাঠে ফুটবল খেলা এখন বাঙালির জীবন ধেকে প্রায় উধাও। কিন্তু সর্বার্থর প্রিয় খেলা ফুটবল। পরীক্ষার আগে পর্যন্ত বিকেলে চুটিয়ে ফুটবল খেলেছে সে। জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র সেই সর্বার্থ ভট্টাচার্যই এবার আইএসসি পরীক্ষায় ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়েছে। যা জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ নম্বর বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ০২:১১
Share:

সর্বার্থ ভট্টাচার্য।— নিজস্ব চিত্র

বিকেলে মাঠে ফুটবল খেলা এখন বাঙালির জীবন ধেকে প্রায় উধাও। কিন্তু সর্বার্থর প্রিয় খেলা ফুটবল। পরীক্ষার আগে পর্যন্ত বিকেলে চুটিয়ে ফুটবল খেলেছে সে। জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র সেই সর্বার্থ ভট্টাচার্যই এবার আইএসসি পরীক্ষায় ৯৮.২৫ শতাংশ নম্বর পেয়েছে। যা জলপাইগুড়ি জেলায় সর্বোচ্চ নম্বর বলে জানা গিয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অনুমান, সর্বার্থর নম্বর রাজ্যে প্রথম দশ জনের সম্ভাব্য তালিকায় থাকবে। প্রথাগতভাবে কোনওদিন পড়েনি বলেই জানিয়েছে সর্বার্থ। একটু বেশি রাত পর্যন্ত পড়া ও সকালে উঠে একটি বাংলা এবং একটি ইংরেজি খবরের কাগজ খুঁটিয়ে পড়া তার নেশা। তারপর পড়াশোনা এবং বিকেলে নিয়মিত ফুটবল খেলা তার রোজের রুটিন। সর্বার্থর বাবা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক সুব্রত ভট্টাচার্য বলেন, “আমাদের কখনও বলতে হয়নি। নিজে নিজে পড়তো।” মা মৌসুমী ভট্টাচার্য বলেন, “ও ফুটবল পাগল।’’ ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া লক্ষ নয় বলে জানিয়েছে মোহনবাগানের অন্ধ ভক্ত সর্বার্থ। ভবিষ্যতে অঙ্ক বা পদার্থবিদ্যা নিয়ে পড়ে গবেষণা করতে চায় সে। সেই উদ্দেশ্যে বেঙ্গালুরুর ন্যাশনাল ইন্সটিটিউট অব সায়েন্সে ভর্তির পরীক্ষা দিয়েছিল। শুক্রবারই খবর এসেছে সেখানে সে উত্তীর্ণ হয়েছে। এ মাসের ২৭ তারিখে তার কাউন্সেলিং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement