Myanmar Citizen Arrested

সীমান্তে ধৃত মায়ানমারের ছয় নাগরিক

পুলিশ জানায়, ধৃতদের নাম মাজি মো লি, ল্যাং নিয়াং, নাও থুং, ফ্রান্সিস স্যাং, ভ্যান লিয়ান, রোনাল্ড লিয়ান। তাঁদের এক জন তরুণী। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

শুভঙ্কর পাল

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ০৮:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি। Sourced by the ABP

মায়ানমার থেকে ভারতে এসে পড়াশোনা করছিলেন কয়েক জন। অভিযোগ, ভারতে আসার পরে তাঁরা তৈরি করেছিলেন জাল আধার ও ভোটার কার্ড। দেশের বিভিন্ন প্রান্তেও ঘুরছিলেন। শনিবার সীমান্ত পার করে নেপাল যাওয়ার আগে ধরা পড়েন মায়ানমারের ওই ছয় তরুণ-তরুণী। নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবি জওয়ানেরা প্রথমে তিন জনকে আটক করেন। পরে আরও তিন জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তাঁরা মায়ানমারের বাসিন্দা বলে জানান। জানান, নাগাল্যান্ডে একটি কলেজে পড়াশোনা করছেন সকলে। নয়াদিল্লিতে গিয়ে জাল আধার ও ভোটার কার্ড তৈরি করিয়েছিলেন। এক জনের কাছে জাল প্যান কার্ডও পান এসএসবি আধিকারিকেরা। শনিবার রাতে ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, ধৃতদের নাম মাজি মো লি, ল্যাং নিয়াং, নাও থুং, ফ্রান্সিস স্যাং, ভ্যান লিয়ান, রোনাল্ড লিয়ান। তাঁদের এক জন তরুণী। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।

এসএসবি-র এক আধিকারিক জানান, নয় জনের একটি দল নেপালে একটি পার্কে ঘুরতে যাচ্ছিলেন। সীমান্তে নাকা তল্লাশির সময়ে সন্দেহ হওয়ায় প্রথমে তিন জনকে আটক করা হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তিন জনের খোঁজ পাওয়া যায়। প্রত্যেকেই মায়ানমারের নাগরিক। দিল্লিতে এক এজেন্টের কাছ থেকে ধৃতেরা জাল আধার ও ভোটার কার্ড করিয়েছিলেন। তাঁদের কাছ থেকে কোনও পাসপোর্ট ও ভিসা পায়নি পুলিশ।

সম্প্রতি নেপাল সীমান্তে নজরদারি বাড়তেই ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন দেশের নাগরিককে গ্রেফতার করেছে এসএসবি। প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারীও ধরা পড়েছেন। এর আগে খড়িবাড়ির কাছে জাল আধার কার্ড চক্র ধরা পড়ে। সেখানে টাকার বিনিময়ে জাল আধার কার্ড তৈরি করা হত। এখন নেপাল সীমান্তের নাগরিকদের আধার কার্ডও খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন