হাসপাতালে আহত তৃণমূল নেতা। নিজস্ব চিত্র ।
শুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়াল কোচবিহারের দিনহাটায়। গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। মঙ্গলবার ঘটনাটি ঘটে দিনহাটা ২ নম্বর ব্লকের ভিলেজ টু গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় মিঠুনকে।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির বাইরে পায়চারি করছিলেন আহত ওই তৃণমূল নেতা। অভিযোগ, সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালিয়ে চম্পট দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসকেরা তাঁর পরিবারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন।
আহত তৃণমূল নেতার দাদা শিবু রাজভরের দাবি দু'টি গুলি চলেছিল। কিন্তু কেন গুলি চালানো হল তাঁর ভাইকে লক্ষ্য করে তা জানা যায়নি।
ঘটনার তদন্তে নেমেছে দিনহাটা থানার পুলিশ, তবে তাঁদের দাবি যে ঘটনাস্থল থেকে গুলি চলার কোনও প্রমাণ পাননি তাঁরা। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানান, আহত অবস্থায় একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে সে খবর তাঁরা পেয়ে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর আহতের ক্ষতচিহ্ন দেখে গুলি লাগার কোনও প্রমাণ তাঁরা পাননি। তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে তদন্তের পরেই বিষয়টি পরিষ্কার ভাবে জানা যাবে বলে জানান পুলিশ কর্তা।