BLO Death

এসআইআরে কাজের চাপ, তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী শিলিগুড়ির এক বিএলও

সেখান থেকে করোনেশন সেতু থেকে ঝাঁপ দেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে আসায় পুলিশে খবর দেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ২৩:২৬
Share:

মৃত বিএলও শ্রবণকুমার কাহার। নিজস্ব চিত্র ।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ‘কাজের চাপে’ আবার মৃত্যু এক বুথ স্তরের আধিকারিকের (বিএলও)। মৃতের নাম শ্রবণকুমার কাহার। বৃহস্পতিবার সেবকের করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পেশায় শিক্ষক শ্রবণ শিলিগুড়ি-১ ব্লকে বিএলওর দায়িত্বে ছিলেন। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরে এসাইআর নিয়ে মানসিক চাপে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে বাসে করে সেবকে পৌঁছোন ওই বিএলও। সেখান থেকে করোনেশন সেতু থেকে ঝাঁপ দেন তিনি। বিষয়টি স্থানীয়দের নজরে আসায় পুলিশে খবর দেন তাঁরা। তিস্তায় জলের গভীরতা কম থাকায় ব্রিজের নীচ থেকেই দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠান তাঁরা।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই ঘটনায় শোক প্রকাশ করে মেয়র জানান, এসআইআরের কাজের চাপে এই ঘটনা ঘটিয়েছেন শ্রবণ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন তিনি।

Advertisement

অন্য দিকে, কাউন্সিলর সঞ্জয় পাঠক জানান যে, এসআইআরের কাজের চাপের বিষয়ে তাঁর সঙ্গে কথা হয় শ্রবণের। কথায় কথায় আত্মহত্যা করার কথাও বলতেন ওই বিএলও। তিনি যে সত্যিই তা করে বসবেন তা কল্পনা করতে পারেননি কাউন্সিলর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement