Arms

Arms: বেআইনি পিস্তল পাচারের কারবার চলছিল রমরমিয়ে, হত মেরামতিও, দিনহাটায় পুলিশের জালে ২

দিনহাটায় অভিযান চালিয়ে দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্রও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৯:৫১
Share:

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র। —নিজস্ব চিত্র।

আগ্নেয়াস্ত্র পাচারের পাশাপাশি মেরামতির কারবারও চলছিল রমরমিয়ে। পাশাপাশি চলছিল মাদক পাচারও। কোচবিহারের দিনহাটায় অভিযান চালিয়ে দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েকটি আগ্নেয়াস্ত্রও।
পুলিশের ধারণা, দিনহাটায় অস্ত্র কারখানা তৈরির পাশাপাশি তার মেরামতিও করা হত। পুলিশ সূত্রে খবর, দিনহাটার ওকরাবাড়ি এলাকায় একটি বেআইনি অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। শনিবার সেখানে অভিযান চালায় দিনহাটা থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র এবং ১৪টি তাজা কার্তুজ। মিলেছে কিছু ফেনসিডিলের বোতলও। পুলিশের অনুমান, আগ্নেয়াস্ত্র পাচারের পাশাপাশি ধৃত দুই যুবক মাদক পাচারের সঙ্গেও যুক্ত।

Advertisement

কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার জানান, ঝন্টু হক এবং মনিরুল ইসলাম নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই দিনহাটার বাসিন্দা। ওই চক্রের সঙ্গে কারা যুক্ত তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন