রবির বিরুদ্ধে স্লোগান যুবর মিছিলে

যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায়ের একান্ত ঘনিষ্ঠ হিসেবে দলে পরিচিত অভিজিৎ দে ভৌমিক মিছিলে নেতৃত্ব দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০২:৪৪
Share:

ক্ষোভ: কোচবিহারের রাস্তায় যুব তৃণমূলের মিছিলে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠল। ছবি: হিমাংশুরঞ্জন দেব

পুলিশের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ ভূরিভূরি। এবার শাসক দলের নেতা-কর্মীরাই পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় পাঁসানো, তল্লাশির নামে ঘরদোর ভাঙচুর সহ নানা অত্যাচারের অভিযোগে রাস্তায় নামলেন। সোমবার দুপুরে কোচবিহার শহরের রাস্তায় তৃণমূল যুব নেতা-কর্মীদের ওই মিছিল দেখে আলোড়ন পড়ে যায়। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার চেষ্টা করলে পুলিশ আটকে দেয়। তাতে উত্তেজনা বাড়ে। পরে অবশ্য ঘুরপথে মিছিল পুলিশ সুপারের অফিসে গিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দেয়।

Advertisement

যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায়ের একান্ত ঘনিষ্ঠ হিসেবে দলে পরিচিত অভিজিৎ দে ভৌমিক মিছিলে নেতৃত্ব দেন। তাঁর অভিযোগ, ‘‘এলাকায় একটি খুনের ঘটনার পরে পুলিশ বাছাই করে ৫৭ জন তৃণমূল যুব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের বাড়িতে গিয়ে তল্লাশির নামে ঘরদোর, আসবাব ভেঙে দিচ্ছে পুলিশ। সেই অভিযোগ জানিয়েছি। দেখা যাক কী হয়!’’ তবে যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “ওই মিছিলের বিষয়ে কিছু জানি না।”

কোচবিহারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে অবশ্য বলেন, “সব ক্ষেত্রেই তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই সংগঠন যে অভিযোগ করছে তা-ও দেখা হবে।”

Advertisement

সোমবার দুপুর ১ টা নাগাদ কোচবিহারে শহরের স্টেশন মোড় থেকে মিছিল বের করে যুব কর্মীরা। মিছিল থেকে জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং বিধায়ক উদয়ন গুহ বিরোধী স্লোগান ওঠে। রবীন্দ্রনাথবাবু বলেন, “কে কি মিছিল করেছে জানি না। খুনের ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে।” উদয়নবাবু বলেন, “কেউ মিছিল করতেই পারেন। মিথ্যে মামলা হলে পুলিশই ব্যবস্থা নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন