tourism

Tourism: খুলল দার্জিলিঙের টংলু-টুমলিঙের বন্ধ দরজা, দেখুন ভিডিয়ো

টংলু এবং টুমলিং এখনও তুষারাবৃত। ফলে স্বাভাবিক ভাবেই ওই সব এলাকা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের।

নিজস্ব সংবাদদাতা
দার্জিলিং শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৬:১৮
Share:
Advertisement

পর্যটকদের কথা মাথায় রেখে সোমবার থেকে খুলে গেল সান্দাকফুর সিঙ্গালিলা রেঞ্জের টংলু এবং টুমলিং। মাসখানেক আগে বন্ধ করে দেওয়া হয়েছিল সিঙ্গালিলা রেঞ্জের টংলু, টুমলিং-সহ সিঙ্গালিলা জাতীয় উদ্যান এবং তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। এ বার সেই বন্ধ দরজা খুলে দেওয়া হল।
টংলু এবং টুমলিং এখনও তুষারাবৃত। ফলে স্বাভাবিক ভাবেই ওই সব এলাকা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের। টংলু এবং টুমলিঙের টানে কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে পৌঁছেছেন পর্যটকরা। এর পাশাপাশি চালু হয়েছে সেখানকার বিখ্যাত ল্যান্ডরোভার পরিষেবাও। মানেভঞ্জন থেকে সান্দাকফু-সহ ফালুট যাতায়াতে ল্যান্ডরোভারই ভরসা পর্যটকদের।

টংলু এবং টুমলিং খুললেও আপাতত বন্ধ রয়েছে সিঙ্গালিলা জাতীয় উদ্যান। তবে ওই জাতীয় উদ্যানের দরজাও পর্যটকদের জন্য খুলে যাবে বলে মনে করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement