Dogs

Death: বিষ মেশানো খাবার খাইয়ে কুকুর খুন ধূপগুড়িতে! বড়সড় অপরাধের আশঙ্কা বাসিন্দাদের

বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন শহবরের পশুপ্রেমী সংস্থার সদস্যেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৬:৪০
Share:

সুস্থ করার চেষ্টা চলছে কুকুরগুলিকে। নিজস্ব চিত্র

বিষ মেশানো খাবার খাইয়ে বেশ কয়েকটি কুকুরকে খুন করার অভিযোগ উঠেছে। ওই খাবার খেয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি পাখিরও। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ির এক নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ পাড়া-অরবিন্দপল্লি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কুকুরগুলির জেরে অপরাধমূলক কাজ করতে পারছিল না দুষ্কৃতীরা। সেই উদ্দেশ্যেই বিষ খাইয়ে তাদের মেরে ফেলার চক্রান্ত চলছে। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
শুক্রবার সকালে কয়েকটি কুকুর এবং পাখিকে মৃত অবস্থায় দেখতে পান সৎসঙ্গ পাড়া-অরবিন্দ পল্লির বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘পাড়ায় ১৫-২০টা কুকুর থাকে। সকালে বেরিয়ে দেখলাম ৪টি কুকুর এবং ১০-১২টা পাখি মারা গিয়েছে। কীটনাশকের গন্ধ পেয়েছি। আমার মনে হচ্ছে, কুকুরগুলির কারণে দুষ্কৃতীরা ‘অসুবিধা’ বোধ করছে। তাই অবলা প্রাণীগুলিকে বিষ খাইয়ে মেরেছে। আমরা আতঙ্কে আছি।’’

Advertisement

বিষয়টি নিয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন শহবরের পশুপ্রেমী সংস্থার সদস্যেরা। ঘটনার জেরে ক্ষোভের আবহ তৈরি হয়েছে ধূপগুড়িতে। অন্য এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘এই কুকুরগুলি রাতে গোটা এলাকা পাহারা দিত। এদের জন্যই নিশ্চিন্তে ঘুমোতে পারেন স্থানীয়রা। এদের উপর এই অত্যাচার আমরা মানব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement