হানাদার ডেঙ্গি

শিলিগুড়ি কাঁপছে ডেঙ্গিতে। কী করবেন? পরামর্শ দিচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক শেখর চক্রবর্তী

Advertisement
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৬ ০২:১৯
Share:

শিলিগুড়ি কাঁপছে ডেঙ্গিতে। কী করবেন? পরামর্শ দিচ্ছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন চিকিৎসক শেখর চক্রবর্তী

Advertisement

• কী করবেন

ঘুমনোর সময় মশারি টাঙানো বাধ্যতামূলক। বাড়ির মধ্যে কোথাও এতটুকুও জল যাতে না জমে তা নিশ্চিত করতে হবে। জ্বর হলেই ডেঙ্গি হয়েছে কি না জানতে রক্ত পরীক্ষা করান। ডেঙ্গি ধরা পড়লে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। ডেঙ্গি ধরা পড়লে জল বেশি খেতে হবে। কতটা খাবেন চিকিৎসকের থেকে জেনে নেবেন।

Advertisement

• কী করবেন না

নিজেই ডাক্তারি করার চেষ্টা করবেন না। যিনি ডাক্তার নন, তাঁর পরামর্শে অ্যান্টিবায়োটিক খাবেন না। আতঙ্কিত হয়ে মনের জোর হারাবেন না। চিকিৎসকের পরামর্শ অমান্য করবেন না।

আক্রান্ত কত

• দার্জিলিং জেলায়: ১৩৯

• শিলিগুড়ি পুর এলাকায়: ১০৫

• জলপাইগুড়িতে: ৭৯

চিকিৎসাধীন

• নার্সিংহোমে: অন্তত ৪০

• শিলিগুড়ি জেলা হাসপাতালে: নেই

• উত্তরবঙ্গ মেডিক্যালে: নেই

• ময়নাগুড়ি হাসপাতালে: ১

ডেঙ্গির থাবায়

সুভাষপল্লি
খালপাড়া,
বিবেকানন্দ রোড
বর্ধমান রোড
মাটিগাড়া
মহাবীরস্থান
সেবক রোড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement