Sayantan Guha

টাকা চাইলে থাপ্পড়,নিদান মন্ত্রী-পুত্রের

বাবা শিলিগুড়ি থেকে কলকাতা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। তার বাইরে যেটুকু সময় পাচ্ছেন জনসংযোগে গ্রামে যাচ্ছেন, শহরে যাচ্ছেন। সব খবর তাঁর কাছে পৌঁছয় না।

সুমন মণ্ডল 

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ০৯:৪৭
Share:

সায়ন্তন গুহ।

মন্ত্রী উদয়ন গুহের নাম করে কেউ টাকা চাইলে সপাটে থাপ্পড় কষানোর নিদান দিলেন কোচবিহার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর ছেলে সায়ন্তন গুহ। রবিবার সন্ধ্যায় কোচবিহারের দিনহাটা শহরের ১১ নম্বর ওয়ার্ডে এক পথসভা হয়। সেখানে তিনি ওই কথা বলেন। কয়েক মাস আগে দিনহাটা পুরসভায় জাল রসিদ কাণ্ড সামনে আসে। গ্রেফতার হন তিন পুরকর্মী। সায়ন্তনের বক্তৃতায় সেই প্রসঙ্গ চর্চায় আসে।

সভায় বক্তৃতায় সায়ন্তন বলেন, ‘‘কেউ যদি বলেন উদয়ন গুহ টাকা নিতে বলেছেন, তা হলে তাঁকে গালে সপাটে থাপ্পড় দেবেন।’’ তাঁর নিশানায় ছিলেন পুরসভার কর্মীদের একাংশ।তিনি বলেন, ‘‘কে কার কাছ থেকে টাকা নিচ্ছে, কে ভুয়ো প্ল্যান বানিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে সেটা উদয়ন গুহের পক্ষে জানা সম্ভব নয়।’’ তিনি জানান, তাঁর বাবা শিলিগুড়ি থেকে কলকাতা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন। তার বাইরে যেটুকু সময় পাচ্ছেন জনসংযোগে গ্রামে যাচ্ছেন, শহরে যাচ্ছেন। সব খবর তাঁর কাছে পৌঁছয় না। আর খবর পেলেব্যবস্থা নেন।

পথসভায় টাকা নেওয়ার প্রসঙ্গ তোলায় বিরোধীরা তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, ‘‘মন্ত্রীপুত্র দিনহাটার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। ব্যাপারটা এই রকম হয়ে গেল— ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি।’’

বিরাজ জানান, কয়েক মাস আগে দিনহাটা পুরসভায় জাল রসিদ কাণ্ড লক্ষ লক্ষ টাকা বাড়ির নকশা পাশের নামে তোলা হয়েছে। তিনি বলেন, ‘‘যাঁরা এই কাজের সঙ্গে যুক্ত তাঁরা সকলেই তৃণমূলের সক্রিয় কর্মী এবং মন্ত্রীর কাছের বলেই পরিচিত। মাঠে ময়দানে সভা করে যতই এ সব বলা হোক না কেন, মানুষ সময় এলে উপযুক্ত জবাব দেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন