সোনাউল্লা স্কুল নিয়ে রিপোর্ট

সোনাউল্লা স্কুলের সম্পত্তি ভেঙে পুজো মণ্ডপ তৈরি করার ঘটনায় অভিযুক্ত ক্লাবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা জানতে রাজ্য শিক্ষা দফতরের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ০২:১৪
Share:

সোনাউল্লা স্কুলের সম্পত্তি ভেঙে পুজো মণ্ডপ তৈরি করার ঘটনায় অভিযুক্ত ক্লাবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় তা জানতে রাজ্য শিক্ষা দফতরের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ৷

Advertisement

ঘটনাটি নিয়ে এদিন সোনাউল্লা স্কুলের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক সংসদে তার রিপোর্ট জমা দিয়েছেন৷ সংসদের কর্তারা জানিয়েছেন, এ বার তাঁরা গোটা বিষয়টি রাজ্য শিক্ষা দফতরে জানাবেন৷ ক্লাবের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে দফতরের কর্তাদের থেকে পরামর্শ নেবেন৷

সোনাউল্লা স্কুলের প্রাথমিক বিভাগের তিনটি শৌচাগার, একটি মিড ডে মিলের রান্না ঘর ও সীমানা পাঁচিলের একাংশ ভেঙে কালী পুজোর মণ্ডপ তৈরির অভিযোগ ওঠে জলপাইগুড়ির যুবমঞ্চ ক্লাবের বিরুদ্ধে৷ ওই ক্লাবের সম্পাদক আবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক জলঘোলাও শুরু হয়৷ ঘটনায় ক্ষুব্ধ জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ প্রধান শিক্ষকের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়৷

Advertisement

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ধর্তিমোহন রায় বলেন, ‘‘রিপোর্টে প্রধান শিক্ষক জানিয়েছেন, পুজোয় মাঠ ব্যবহারের জন্য সোনাউল্লা হাই স্কুলের থেকে অনুমতি নিয়েছিল ক্লাবটি৷ পুজোর আগে ছুটির সময় স্কুলের শৌচাগার, রান্নাঘর ঠিকই ছিল৷ কিন্তু পুজোর ছুটির পর স্কুলে গিয়ে তারা দেখতে পান তিনটি শৌচাগার ও রান্না ঘর ভেঙে পড়ে রয়েছে৷’’

ধর্তিমোহনবাবু বলেন, ‘‘দুই একদিনের মধ্যেই বিষয়টি রাজ্য শিক্ষা দফতরকে জানানো হবে৷ বিষয়টি জানানো হবে জলপাইগুড়ি জেলা প্রশাসনকেও৷ তারপরই তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷’’ তবে বিষয়টি নিয়ে এদিন কোন মন্তব্য করতে অস্বীকার করেন মোহন বসু ৷

এদিকে সোনাউল্লা নিয়ে এদিন ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিওয়াইএফআই-এর তরফে প্রাথমিক শিক্ষা সংসদ ও প্রাথমিকের প্রধান শিক্ষককে স্মারকলিপি প্রদান করা হয় ৷ একই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করে ছাত্র পরিষদ ৷

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement