দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু গাড়িধুরায়

গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক আরোহী এক ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে গাড়িধুরায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরবাইকের পিছনের আসনে বসা আরও এক ছাত্র। তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুরে চারটি মোটরবাইকে আট ছাত্র পাহাড়ি রাস্তায় ঘুরতে বেড়িয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০৩:০১
Share:

গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটরবাইক আরোহী এক ছাত্রের। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির কাছে গাড়িধুরায়। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরবাইকের পিছনের আসনে বসা আরও এক ছাত্র। তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুরে চারটি মোটরবাইকে আট ছাত্র পাহাড়ি রাস্তায় ঘুরতে বেড়িয়েছিল। গাড়িধুরা থেকে কার্শিয়াং যাওয়ার পথে সামনে থেকে আসা একটি এসইউভি গাড়ি সামনে থেকে ধাক্কা মারে একটি মোটরবাইককে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকেই সুকনা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। সেখান থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়। পথে চালক ছাত্রটির মৃত্যু হয়। অন্যজনের চিকিৎসা চলছে। সকলেই শিলিগুড়ির দাগাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। তবে পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে দুজনকে ছাড়া অন্য কাউকে দেখতে পায়নি তারা। ঘটনাটি জানার চেষ্টা করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement