রাতে ক্যাম্পাসে দুই চিকিসককে মারধরের অভিযোগে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দিতে বাধা দিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা। মঙ্গলবার রাতে হস্টেলের কাছে মাঠে বসে থাকার সময় এক পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র এবং অপর এক ইনটার্ন দুই চিকিৎসককে বহিরাগতরা মারধর করে বলে অভিযোগ। তার জেরে বুধবার বিকেলের পরে কলেজের অংশে বহিরাগতরা যাতে কোনও মতেই না-ঢোকে সেই দাবি জানায় ছাত্রছাত্রীরা। কলেজ কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও দেন পড়ুয়ারা।
কলেজ কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ তুলে সন্ধ্যের পর পড়ুয়াদের একাংশ নিজেরাই লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে ঘোরাফেরা শুরু করলে উত্তেজনা তৈরি হয়। কযেকজন বহিরাগতদের সঙ্গে তাঁদের বচসা বাধে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। কলেজের ডিন (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) মৈত্রেয়ী কর বলেন, ‘‘পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সেই মতো পুলিশ টহলদারি বাড়িয়েছে। কলেজের তরফে সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
ছাত্রদের অভিযোগ, দিনভর বহিরাগত কিছু লোক কলেজের ক্যাম্পাসে ঘোরাফেরা করে। মাস কয়েক আগে ওয়াইফাই পরিষেবা চালু হওয়ায় সেই সুযোগ নিতে বহিরাগতদের যাতায়াত বেড়েছে। বিশেষ করে ছাত্রীরা সে জন্য নিরাপত্তার অভাব বোধও করছেন।