আটদিন পরে আজ খুলছে তাকভর

টানা আটদিন বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে খুলতে চলছে পাহাড়ের পাট্টবং তাকভর চা বাগান। শ্রমিক অসন্তোষের জেরে গত ৪ এপ্রিল বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।

Advertisement
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০১:১৫
Share:

টানা আটদিন বন্ধ থাকার পর আজ, মঙ্গলবার থেকে খুলতে চলছে পাহাড়ের পাট্টবং তাকভর চা বাগান। শ্রমিক অসন্তোষের জেরে গত ৪ এপ্রিল বাগানে সাসপেনশন অব ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। সোমবার দার্জিলিঙের সহকারি শ্রম আধিকারিকের দফতরে ত্রিপাক্ষিক বৈঠকের পরেই বাগান খোলার সিদ্ধান্ত হয়। বাগান সূত্রে খবর, এতদিন বেলা সওয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাতা ওজনের কাজ চলত। সম্প্রতি কর্তৃপক্ষ সময় পিছিয়ে ১১-৪৫ করে। তাতে ওজন শেষ করে টিফিনের ছুটি পেতে দেরি হবে বলে জানিয়ে শ্রমিকরা আপত্তি তোলেন। তা থেকেই গোলমালের সূত্রপাত। দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের প্রিন্সিপাল অ্যাডভাইজার সন্দীপ মুখোপাধ্যায় জানান, এ দিনের ত্রিপাক্ষিক বৈঠকে পাতা তোলা আর ওজনের নতুন সময়সীমা ঠিক হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement