Toys

বাতিল প্লাস্টিক দিয়ে খেলনা বানিয়ে তাক লাগালেন শিক্ষক, পেলেন স্বীকৃতিও

১১ মে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর ফলক, শংসাপত্র এসে পৌঁছেছে তাঁর কাছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ১৩ মে ২০২১ ২৩:১১
Share:

ওই শিক্ষক। -নিজস্ব ছবি।

ফেলে দেওয়া কাগজ দিয়ে খেলনা বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ জায়গা করে নিলেন বিপ্লব মণ্ডল নামে একজন সহ-শিক্ষক। তিনি রায়গঞ্জের বাহিন প্রাথমিক বিদ্যালয়ের সহ-শিক্ষক। তাঁর বাড়ি কর্ণজোড়ায়। অতিমারিতে বাড়িবন্দি হয়ে যাতে একাকিত্বে না ভোগেন তার জন্য ফেলে দেওয়া কাগজ দিয়ে খেলনা বানানোর একটি ওয়ার্কশপও করছেন তিনি।

বিপ্লব জানিয়েছেন, মূলত ফেলে দেওয়া প্ল্যাস্টিক কাগজ দিয়েই বিভিন্ন খেলনা তৈরি করছেন তিনি। ১১ মে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এর ফলক, শংসাপত্র এসে পৌঁছেছে তাঁর কাছে। তাঁর কথায়, “এতে একদিকে যেমন একাকিত্বে ভুগবেন না কেউ, তেমন উপার্জনের পথও খুলবে।”

সহ-শিক্ষক বিপ্লবকে এই কাজে সাহায্য করেন তাঁর স্ত্রী এবং মেয়ে। বিপ্লবের স্বীকৃতিতে তাঁরাও খুশি। সকলকেই এই কাজে এগিয়ে আসার বার্তা দিয়েছেন তাঁরা।

তৈরি করা খেলনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন