kaliachak

Kaliachak: তৃণমূলের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ কালিয়াচকে

শুক্রবার ছিল কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠনের দিন। প্রধান গঠনের পর তৃণমূল কর্মী-সমর্থকরা বিজয় মিছিল করছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াচক শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৯:২৮
Share:

—নিজস্ব চিত্র।

তৃণমূলের বিজয় মিছিল ঘিরে দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় পুলিশের বিরুদ্ধে গুলিচালনার অভিযোগ উঠল মালদহের কালিয়াচকে। অভিযোগ, তৃণমূলের মিছিল থেকে পুলিশকর্মীদের উপর হামলা করা হয়। তাতে এক পুলিশকর্মী আহত হওয়ায় তার পাল্টা হিসাবে গুলি চালায় পুলিশ। শুক্রবার গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল কালিয়াচকে। যদিও গুলিচালনার কথা অস্বীকার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনের দিন ছিল। ওই পঞ্চায়েতে প্রধান নির্বাচনের পর তৃণমূল কর্মী-সমর্থকরা এলাকায় বিজয় মিছিল করছিলেন। অভিযোগ, সে সময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। ঘটনায় পুলিশের এসআই নিত্যানন্দ সাহা আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। তৃণমূলের দুই গোষ্ঠীর সংর্ঘষেই সময় গুলি চলে বলে দাবি।

Advertisement

যদিও কালিয়াচকে গুলিচালনার ঘটনা অস্বীকার করেছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তাঁর দাবি, ‘‘কালিয়াচকে গুলি চালানোর কোনও ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন