মেয়ের বৌভাতের মাঝে পুড়ল গোটা বাড়ি

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে ময়নাগুড়ির দোমহনির দত্তপাড়ায়৷ এলাকার বাসিন্দা পেশায় শিলিগুড়ি আইটিআই-এর কর্মী প্রদীপকুমার দত্তের তিন মেয়ে৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ০৬:৪০
Share:

ঠাঁইহীন: পুড়ে গিয়েছে বাড়ি, বিয়ের মণ্ডপও। ছবি: দীপঙ্কর ঘটক

মেয়ের বিয়েতে আত্মীয় স্বজনদের নিয়ে প্রীতিভোজ খেতে গিয়েছিলেন বাড়ির সবাই৷ তখনই ঘটল বিপত্তি৷ আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোটা বাড়ি৷ আশ্রয়হীন হয়ে পড়ল গোটা পরিবার৷

Advertisement

বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে ময়নাগুড়ির দোমহনির দত্তপাড়ায়৷ এলাকার বাসিন্দা পেশায় শিলিগুড়ি আইটিআই-এর কর্মী প্রদীপকুমার দত্তের তিন মেয়ে৷ ২৩ জানুয়ারি বড় মেয়ের বিয়ে হয় আলিপুরদুয়ার জংশনে৷ ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার ছিল জামাইয়ের বাড়িতে প্রীতিভোজ৷ স্ত্রী, বাকি দুই মেয়ে-সহ আত্মীয়-স্বজন ও পাড়া পড়শিদের নিয়ে আলিপুরদুয়ারে গিয়েছিলেন প্রদীপবাবু৷ কিন্তু জামাইয়ের বাড়িতে তারা যখন খেতে বসেছেন, তখনই আসে এই ভয়ঙ্কর খবর৷

তড়িঘড়ি সবাই বাড়ি ফিরে আসেন৷ এসে দেখেন পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা বাড়ি৷ পুড়ে গিয়েছে, মেয়ের বিয়ের অনুষ্ঠানের পাওনা মেটানোর জন্য ঘরে রাখা নগদ আড়াই লক্ষ টাকা-সহ আইটিআইয়ের ছাত্রী প্রদীপবাবুর মেজো মেয়ের অ্যাডমিট কার্ড, বিয়ের মণ্ডপ, ডেকোরেটারের জিনিসপত্রও৷

Advertisement

খুশির অনুষ্ঠানের মধ্যে এমন ঘটনায় শোকে স্তব্ধ গোটা বাড়ি৷ রবিবার দ্বিরাগমনে এলে মেয়ে ও নতুন জামাইকে কোথায় রাখবেন সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছেন না বাড়ির লোকেরা৷ প্রদীপবাবুর মেজো মেয়ে বলেন, ‘‘রবিবার দ্বিরাগমনে আসবে দিদি ও জামাইবাবু৷ তাঁদের কোথায় রাখা হবে সেটাই বাড়়ির কেউ বুঝতি পারছি না।’’

এই পরিস্থিতিতে পাড়ার লোকেরা চাঁদা তুলে একটি ঘরে পরিবারের থাকার ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন৷ কিন্তু এই ক্ষতি কীভাবে পূরণ হবে তা ভেবে দিশেহারা প্রদীপবাবু ও তাঁর পরিজনেরা।হঠাৎ এই ধাক্কায় প্রদীপবাবু কথা বলার মতো অবস্থাতেই নেই। পরিজনেরা বলছেন, অনুষ্ঠানের নানা বকেয়া টাকা কীভাবে মেটানো হবে তা ভেবেই দিশাহারা তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement