ফের পায়ের ছাপে ভয়

বছর দুয়েক আগের আতঙ্ক ফিরল পার্ক রোডে। একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল সে বার। ফের কয়েক দিন ধরে রাতে বাসিন্দাদের টিনের চালে অজানা জন্তু হাঁটাচলা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০১:৫১
Share:

থাবা: এমন ছাপ ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে। ছবি: নারায়ণ দে

বছর দুয়েক আগের আতঙ্ক ফিরল পার্ক রোডে। একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল সে বার। ফের কয়েক দিন ধরে রাতে বাসিন্দাদের টিনের চালে অজানা জন্তু হাঁটাচলা শুরু হয়েছে। সোমবার গভীর রাতে সেই শব্দ শুনতে পান এলাকার বাসিন্দা অভিষেকভূষণ রায়। কুকুরদের চিৎকার আতঙ্কে দু’চোখের পাতা এক করতে পারেননি কেউ। মঙ্গলবার সকালে বালির স্তুপে অজানা জন্তুর পায়ের ছাপ মেলে।

Advertisement

শহরের পুরসভার চেয়ারম্যান ও পার্ক রোর্ডের কাউন্সিলর আশিষ দত্ত জানান, ‘‘উদ্বেগের ব্যাপার। পায়ের ছাপগুলো দেখেছি। বেশ বড় মাপের। বনদফতরের রেঞ্জ অফিসাররা এসেছিলেন। খাঁচা বসানোর কথা বলেছি।’’ বক্সা ব্যাঘ্র প্রকল্পের এফডি উজ্জল ঘোষ জানান, নজর রাখা হচ্ছে। বনকর্মীরা জানান, কিছু দিন আগে ম্যাকউইলিয়াম স্কুলের মাঠেও মিলেছিল অজনা জন্তুর পায়ের ছাপ।

পার্ক রোডের বাসিন্দা সল্পা চিসিম জানান, বাড়ির সামনেই রবীন্দ্র শিশু উদ্যানে বছর দুয়েক আগে চিতাবাঘ ধরা পড়েছিল। সে বারেও কুকুররা এই ভাবেই চিৎকার করছিল। আর এক বাসিন্দা বিজয় চক্রবর্তী জানান, বৃহস্পতিবার তাঁর বাড়ির টিনের চালে জোড়ে লাফায় বড় কোনও জন্তু। টিন দুমড়ে যায়। বাসিন্দাদের মনে এখন আতঙ্ক চেপে বসেছে। রাত বাড়লেই সুনসান হয়ে যাচ্ছে পার্ক রোড। বনদফরের তরফে জানানো হয়েছে খাঁচা বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement