খুন হয়েছেন টিটু, নালিশ পরিবারের

কালিম্পঙের রকি আইল্যান্ডে মূর্তি নদী থেকে উদ্ধার হওয়া যুবক টিটু রায়কে খুন করা হয়েছে বলেই সন্দেহ তাঁর পরিবারের সন্দেহ৷ তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ০২:১৫
Share:

ভেঙে পড়েছেন পরিজনেরা।নিজস্ব চিত্র

কালিম্পঙের রকি আইল্যান্ডে মূর্তি নদী থেকে উদ্ধার হওয়া যুবক টিটু রায়কে খুন করা হয়েছে বলেই সন্দেহ তাঁর পরিবারের সন্দেহ৷ তবে এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

Advertisement

ময়না তদন্তের পর রবিবার জলপাইগুড়িতে টিটুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ গত ২২ জানুয়ারি বন্ধুদের সঙ্গে রকি আইল্যান্ডে পিকনিকে গিয়েছিলেন টিটু৷ অভিযোগ, সেখানে পিকনক করতে যাওয়া অন্য একটি দলের সঙ্গে তাদের প্রথম গোলমাল বাধে৷ তারপর তাদের সঙ্গে গোলমাল বাধে স্থানীয় পিকনিক কমিটি ও সিভিক ভলান্টিয়ারদের৷ তারপর থেকেই নিখোঁজ ছিলেন টিটু৷ শনিবার বিকালে রকি আইল্যান্ডে মূর্তি নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়৷ টিটুর দেহ উদ্ধারের খবর জলপাইগুড়িতে পৌঁছতেই তেতে ওঠে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় সংলগ্ন এলাকায় তাঁর পাড়া৷ জাতীয় সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন৷ প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে নয়টা নাগাদ পুলিশ অবরোধ তুলে দেয়৷

এ দিন এলাকার সমস্ত দোকান-পাট বন্ধ ছিল৷ তাঁর এক দাদা জয়ন্ত দাসের অভিযোগ, “টিটুর চোখের পাশে ও গলায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে৷ তার হাত-পায়েও কিছু দিয়ে বাঁধার দাগ স্পষ্ট৷” টিটুর দিদি মিতালি রায় বলেন, ‘‘যাদের জন্য ভাইয়ের এই পরিণতি হল তাদের শাস্তি চাই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন