TMC-BJP

কোচবিহারে বিজেপির বিএলএ-দের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির বুথ লেভেল এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন কয়েক জন। সোমবার ঘটনাটি ঘটে কোচবিহার ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:১৭
Share:

ছবি: সংগৃহীত।

বিজেপির বুথ লেভেল এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছেন কয়েক জন। সোমবার ঘটনাটি ঘটে কোচবিহার ১ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে।

Advertisement

সোমবার ১ নম্বর ব্লকের বিডিও অফিস বিএলএ-দের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, বিজেপির বিএলএ-রা সেখানে পৌঁছোলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর আক্রমণ চালায়। ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় বিডিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিলরঞ্জন দে। তিনি অভিযোগ করেন, ‘‘মঙ্গলবার থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর-এর কাজ শুরু হতে চলেছে। সেই মোতাবেক বিএলএ-দের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। পাটছড়া চিলকির হাট, পুটিমারি, ফুলেশ্বরী এই তিনটি অঞ্চলের বিএলএ-দের উপর তৃণমূলের কর্মী-সমর্থকেরা হামলা চালায়।’’ বিডিও-র তরফে বৈঠক ডাকা হলেও, কেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলে নিখিল।

Advertisement

তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, ‘‘মারধরের ঘটনা ঘটেছে বলে জানা নেই। তবে বচসা হলেও সেটা হতে পারে। কিন্তু আমাদের দলের কোনও কর্মী এ বিষয়ে জড়িত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement