মালদহে শিক্ষিকাকে ধর্ষণের হুমকি তৃণমূল ছাত্র নেতার

পরীক্ষা চলাকালীন ক্লাসে ঢুকে দুই শিক্ষিকাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের সামসি কলেজে। বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে ওই ছাত্র নেতা তাজামুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই কলেজেরই বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র তাজামুল ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ০৪ জুন ২০১৫ ১৫:৫৩
Share:

পরীক্ষা চলাকালীন ক্লাসে ঢুকে দুই শিক্ষিকাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদহের সামসি কলেজে। বৃহস্পতিবার কলেজের পক্ষ থেকে ওই ছাত্র নেতা তাজামুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই কলেজেরই বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র তাজামুল ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক।

Advertisement

ওই দিন দুপুর দু’টো থেকে বিএ প্রথম এবং দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছিল। কলেজের ৭ নম্বর ঘরে পরিদর্শকের দায়িত্বে ছিলেন সংস্কৃত ও সমাজবিদ্যার আংশিক সময়ের দুই শিক্ষিকা। তাঁদের অভিযোগ, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে তাঁরা ক্লাসে ঢোকেন। সেখানে আগে থেকেই তাজামুল কয়েক জন সঙ্গীকে নিয়ে উপস্থিত ছিলেন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। এর পর শিক্ষিকারা তাঁকে ক্লাস থেকে বেরিয়ে যেতে বললে তাজামুল তাঁদের উদ্দেশে কটূক্তি করেন। তাঁদের ধর্ষণের হুমকি দেয় বলেও অভিযোগ। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তাজামুল বলেন, ‘‘আমাকে খারাপ ভাষায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বলায় আমি প্রতিবাদ করেছিলাম মাত্র। এর বেশি কিছু হয়নি। আমাকে ইচ্ছাকৃতভাবে বদনাম করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন