এক মাসেই তৃণমূলে নুর, ইঙ্গিত শুভেন্দুর

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দুর এই বক্তব্যের ইঙ্গিত মৌসমকে ঘিরেই। যদিও মৌসম নিজে অবশ্য শুভেন্দুর বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০২:৩১
Share:

নতুন বছরের শুরুতেই কংগ্রেস নেত্রী মৌসম নুরকে দলে টানতে চায় তৃণমূল। ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। —ফাইল চিত্র।

আগামী লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা নয়। মালদহে বিজেপি-বিরোধী মুখ হিসেবে নতুন বছরের শুরুতেই কংগ্রেস নেত্রী মৌসম নুরকে দলে টানতে চায় তৃণমূল। সোমবার এমনই ইঙ্গিত দিলেন জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

সোমবার মালদহের মোথাবাড়িতে দলীয় বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘আর মাত্র একমাস অপেক্ষা করুন। মালদহ জেলায় কংগ্রেসের শুধু পঞ্চায়েত, পুর বা বিধায়ক স্তরে নয়, তার চেয়ে বড় স্তরেও যদি কেউ থাকেন তাঁকেও আমি তৃণমূল জননেত্রীর কাছে পৌঁছে দেব এবং সেটা ঘটবেও।” রাজনৈতিক মহলের ব্যাখ্যা, শুভেন্দুর এই বক্তব্যের ইঙ্গিত মৌসমকে ঘিরেই। যদিও মৌসম নিজে অবশ্য শুভেন্দুর বক্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এ দিনের সভায় শুভেন্দু কংগ্রেসের বিরুদ্ধে একটি কথাও খরচ না করে বিজেপিকেই আক্রমণ করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। তিনি বলেন, ‘‘মালদহে আমরা প্রকৃত কংগ্রেস বলে যাঁদের মনে করি তাঁরা বুঝেছেন যে বিজেপিকে ঠেকাতে হবে। এই প্রসঙ্গে আমি ধন্যবাদ জানাব জেলার কংগ্রেস সভানেত্রী মৌসম নুরকে। পঞ্চায়েত বোর্ড গঠনের সময় তিনি একটি সার্কুলার জারি করে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন যে কংগ্রেস যেখানে নিজে বোর্ড গড়তে পারবে সেখানে বোর্ড গড়বে, কিন্তু যেখানে পারবে না সেখানে যেন তৃণমূলকে সমর্থন করে। বিজেপিকে যেন বোর্ড গঠন করতে না দেওয়া হয়। আমরা এই ধরনের লোকেদেরই দলে চাই।”

এক প্রতিক্রিয়ায় মৌসম বলেন, ‘‘আমি পঞ্চায়েত বোর্ড গঠনের সময় বিজেপিকে ঠেকাতে যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে তাদের, যেখানে সিপিএম শক্তিশালী সেখানে তাদেরও সমর্থন করার কথা বলি। দলের জেলা কমিটির সিদ্ধান্তেই সেই পদক্ষেপ ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি তৃণমূলে যাচ্ছি। দলকে দুর্বল করতে ভিত্তিহীন সব কথাবার্তা বলা হচ্ছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement