মালবাজারে ভোট কেটে জয়ী তৃণমূল

তৃণমূলের বিপক্ষে ভোট পড়েছে ৫৯.৪৮ শতাংশ। তবুও ১৫টির মধ্যে ৯টি ওয়ার্ডে জয়ী হয়ে পুরবোর্ড গঠনের পথে তৃণমূল। বিরোধী ভোট ভাগাভাগির জন্যেই মালবাজারে তৃণমূল নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় এসেছে বলে দাবি বিরোধীদের।

Advertisement

সব্যসাচী ঘোষ

মালবাজার শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৫ ০২:০৩
Share:

তৃণমূলের বিপক্ষে ভোট পড়েছে ৫৯.৪৮ শতাংশ। তবুও ১৫টির মধ্যে ৯টি ওয়ার্ডে জয়ী হয়ে পুরবোর্ড গঠনের পথে তৃণমূল। বিরোধী ভোট ভাগাভাগির জন্যেই মালবাজারে তৃণমূল নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় এসেছে বলে দাবি বিরোধীদের।

Advertisement

সামগ্রিকভাবে মালবাজারের ১৫টি ওয়ার্ডে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪০.৫২ শতাংশ। যে ন’টি ওয়ার্ডে তৃণমূল জয়ী হয়েছে তার মধ্যেও ৭টি ওয়ার্ডে তৃণমূলের প্রাপ্ত ভোট মোট ভোটের ৫০ শতাংশের কম। শুধু তৃণমূল নয়, কংগ্রেসও যে দুটি আসনে জিতেছে সেই দুটি আসনেও ভোটকাটাকাটিই প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলক ভাবে ৭ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী স্বপ্না সরকার সর্বোচ্চ ৫৯.০২ শতাংশ এবং বাম সমর্থিত নির্দল প্রার্থী সুপ্রতিম সরকার ১৪ নম্বর ওয়ার্ডে ৫৫.৭৮ শতাংশ ভোটে জয়ী হন। এছাড়া ১১ নম্বর ওয়ার্ডে ৪৯.৪৯ শতাংশ ভোটে জয়ী হন বাম প্রার্থী মহুয়ারানি ঘোষ। তবে ১৫ নম্বর ওয়ার্ডে আবার বামেরা ভোট কাটাকাটির সুবিধা নিজেদের অনুকূলে এনে ৪১.২০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিদায়ী চেয়ারম্যান স্বপন সাহা ২ নম্বর ওয়ার্ডে ৫০.৩৭ শতাংশ ভোটে এবং ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পুলিন গোলদার ৫৪.১৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যা কেবলমাত্র ব্যতিক্রম বলে জানাচ্ছেন বিরোধীরা।

সিপিএমের মালবাজার জোনাল কমিটির নেতা চানু দের কথায় ‘‘মালবাজারের হিসাবেই পরিষ্কার, তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।’’ তৃণমূল অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন