দার্জিলিঙে শুরু পর্যটন উৎসব

গরমের পর্যটন মরসুমের মধ্যেই দার্জিলিঙে শুরু হল পর্যটন উৎসব। বৃহস্পতিবার থেকে ম্যাল চৌরাস্তায় ছয়দিনের এই উৎসব শুরু হল। মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রিক এই উৎসব চলবে ছয় দিন। ইতিমধ্যে পাহাড় ছেয়ে গিয়েছে, পর্যটকদের ভিড়ে। দার্জিলিং থেকে কালিম্পং, কার্শিয়াং কোথাও তিল ধারণের জায়গা নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২৭ মে ২০১৬ ০২:৩৭
Share:

দার্জিলিঙে পর্যটন উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভিড় পর্যটকদের। ছবি: রবিন রাই।

গরমের পর্যটন মরসুমের মধ্যেই দার্জিলিঙে শুরু হল পর্যটন উৎসব। বৃহস্পতিবার থেকে ম্যাল চৌরাস্তায় ছয়দিনের এই উৎসব শুরু হল। মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রিক এই উৎসব চলবে ছয় দিন। ইতিমধ্যে পাহাড় ছেয়ে গিয়েছে, পর্যটকদের ভিড়ে। দার্জিলিং থেকে কালিম্পং, কার্শিয়াং কোথাও তিল ধারণের জায়গা নেই।

Advertisement

এই অবস্থায় গাড়ি ভাড়া এবং হোটেল ভাড়া নিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা জানাচ্ছেন, পাহাড়ের একাংশ গাড়ির চালক এবং হোটেল মালিকেরা খেয়াল খুশি মতো ভাড়া নেওয়া শুরু করেছেন। সমতল থেকে বিভিন্ন গন্তব্যে পৌঁছানো ছাড়াও সারা দিনের আশেপাশে ঘোরানোর জন্য দ্বিগুণ টাকা দাবি করা হচ্ছে। তেমনিই, হোটেলের ভাড়া ইচ্ছা মত ঠিক করা হচ্ছে।

সাধারণ দুই শয্যার ঘরের ভাড়া চাহিদা বাড়তেই বাড়িয়ে দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশের তরফে অবশ্য রাস্তায় গাড়ি থামিয়ে ভাড়া নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

Advertisement

দ্য দার্জিলিং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস-এর সাধারণ সম্পাদক প্রদীপ লামা জানান, ‘‘আমাদের কাছে গাড়ি ও হোটেল ভাড়া নিয়ে কিছু অভিযোগ আসছে। ছোট ছোট হোটেল এসব বেশি করছে। আবার শিলিগুড়ি থেকে পাহাড়ে পযর্টকদের নিয়ে যাতায়াতকারী গাড়িগুলিও ভাড়া অত্যাধিক অনেক সময় বেশি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। পযর্টকদের ভোগান্তি বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার নামও খারাপ হচ্ছে। বিষয়টি আমরা দেখছি।’’ তবে হোটেল ভাড়া নিয়ে এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন দার্জিলিং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সমীর অগ্রবাল। তাঁর কথায়, ‘‘এমন অভিযোগ ঠিক নয়। আমাদেরকে কেউ এ সব বলেনি।’’ একই রকম ভাবে অভিযোগ অস্বীকার করেছেন ক্লাবসাইড ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ললিত তামাঙ্গ।

এ দিন জিটিএ-র তথ্য ও সংস্কৃতি শাখার সহকারি অধিকর্তা ভানুকান্ত ঘিসিঙ্গ জানান, আগামী ৩১ মে অবধি অনুষ্ঠান চলবে। স্থানীয় ব্যান্ড থেকে লোকনৃত্যের অনুষ্ঠান হবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা অবধি অনুষ্ঠান চলবে। ম্যাল চৌরাস্তা পযর্টকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সেই দিকটি মাথায় রেখেই উৎসবের আয়োজন করা হয়েছে। ম্যাল ছাড়াও সুবেরি পার্কে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা, গঙ্গামায়া পার্কেও সকাল ১০টা থেকে দুপুর ২টা অবধি এরই রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন