Toy Train Accident

দার্জিলিঙে আবার বেলাইন টয় ট্রেন! রংটঙের পাহাড়ি বাঁকে লাইনচ্যুত চাকা, আনন্দ মাটি পর্যটকদের

বুধবার সকালে এনজেপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়া যাচ্ছিল একটি টয় ট্রেন। শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেলস্টেশন থেকে দু’কিলোমিটার দূরে হঠাৎ লাইনচ্যুত হয় টয় ট্রেনটি। একটি কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১৭:৩৯
Share:

আবার লাইনচ্যুত টয় ট্রেন! —নিজস্ব চিত্র।

আবার এক বার পাহাড়ে লাইনচ্যুত হল টয় ট্রেন। বুধবার এনজেপি থেকে তিনধারিয়া যাওয়ার পথে থমকে গেল যাত্রিবাহী হেরিটেজ টয় ট্রেন। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। দুর্ভোগ পোহাতে হল অন্তত ৩৫ জন যাত্রীকে।

Advertisement

বুধবার সকালে এনজেপি থেকে শিলিগুড়ি জংশন হয়ে তিনধারিয়া যাচ্ছিল একটি টয় ট্রেন। শিলিগুড়ি সংলগ্ন সুকনা রেলস্টেশন থেকে ২ কিলোমিটার দূরে হঠাৎ লাইনচ্যুত হয় সেটি। রংটঙের পাহাড়ি বাঁক দিয়ে যাওয়ার সময় একটি কামরার চাকা লাইনচ্যুত হয়। ওই সময় ট্রেনটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। যার মধ্যে বেশ কয়েক জন বিদেশি পর্যটক ছিলেন বলে খবর।

টয় ট্রেন লাইনচ্যুত হতেই খবর দেওয়া হয় কর্তৃপক্ষকে। খবর পাওয়ামাত্র শিলিগুড়ি জংশন থেকে ‘রিলিভার রেসকিউ টিম’ গিয়ে সঙ্গে সঙ্গে কামরার চাকা ফের লাইনে তুলে দেয়। শিলিগুড়ির অদূরে দুর্ঘটনাটি হওয়ায় অল্প সময়ের মধ্যে টয় ট্রেনটিকে আবার লাইনে তুলতে সক্ষম হন ডিএইচআর কর্তৃপক্ষ। কিন্তু কী ভাবে টয় ট্রেনটি আচমকা লাইনচ্যুত হল তা নিয়ে প্রশ্ন উঠছে। এ নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘‘সকালের দিকে সুকনা ও রংটং স্টেশনের মাঝে একটি ছোট দুর্ঘটনার কবলে পড়ে টয় ট্রেনটি। তবে খুব দ্রুত সেটিকে আবার লাইনে তোলা হয়।’’ তাঁর দাবি, পরিষেবায় কোনও ব্যাঘাত ঘটেনি। সবই ঠিক আছে। তিনি বলেন, ‘‘তবে কী ভাবে লাইনচ্যুত হল টয় ট্রেনটি, তার রিপোর্ট দেখা হবে। আমরা খতিয়ে দেখছি বিষয়টি।’’

Advertisement

চলতি বছরের ২৫ এপ্রিল বড়সড় দুর্ঘটনার কবলে পড়েছিল একটি টয় ট্রেন। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে শুকনা স্টেশন পার করার সময় পাহাড়ি রাস্তায় লাইনচ্যুত হয়ে উল্টে গিয়েছিল টয় ট্রেনের একটি ইঞ্জিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement