জোড়বাংলোর কাছে টয় ট্রেনের লাইন থেকে সরানো হচ্ছে গার্ডওয়াল। —নিজস্ব চিত্র।
টয় ট্রেনের ১৪৪তম জন্মদিন উপলক্ষে এ বারই প্রথম বার অনুষ্ঠানের আয়োজন করেছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। শুক্রবার দিনভর নানা অনুষ্ঠানের আয়োজনের মাঝে এল দুঃসংবাদ। আবার দুর্ঘটনার মুখে পাহাড়ের খেলনা গাড়ি। এ বার বেলাইন নয়, দার্জিলিং জোড়বাংলো র কাছে পণ্যবাহী একটি লরির ধাক্কায় গার্ডওয়ালের খণ্ডাংশ গিয়ে পড়ল রেললাইনে। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ওই সময়ে ছুটে যাওয়া একটি টয় ট্রেন।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে খবর, একটি লরি বেপরোয়া গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডওয়ালে। তার খণ্ডাংশ গিয়ে পড়ে টয় ট্রেনের লাইনে। ঠিক ওই সময়ে ওই লাইন দিয়ে পর্যটকদের নিয়ে একটি টয় ট্রেন দার্জিলিঙের দিকে যাচ্ছিল। চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান সকলে। লাইনের উপর গার্ডওয়াল ভেঙে পড়ে থাকায় চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। ঘটনাস্থলে ছুটে যান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্মীরা। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ভাঙা গার্ডওয়ালটি লাইনের উপর থেকে সরানো হয়। প্রায় আধ ঘণ্টা পর আবার যাত্রা শুরু করে টয় ট্রেনটি।
গত কয়েক মাসে কয়েক বার দুর্ঘটনার মুখোমুখি হয়েছে টয় ট্রেন। কখনও বেলাইন হয়েছে। কখনও ধসের কবলে আটকে গিয়েছে যাত্রা। তার পরেও পাহাড়ি যান থেকে মুখ ফেরাননি পর্যটকেরা। বস্তুত, টয় ট্রেনের জন্মদিন উপলক্ষে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে জানিয়েছিলেন তাঁরা আশাবাদী যে, টয় ট্রেনের মাধ্যমে আলাদা করে পাহাড়ে পর্যটকদের আকর্ষিত করবেন তাঁরা। কিন্তু বার বার দুর্ঘটনায় প্রশ্নের মুখে যাত্রীদের নিরাপত্তা।
উল্লেখ্য, ১৮৭০ সালে প্রথম বার পরীক্ষামূলক ভাবে টয় ট্রেন চালানো হয় পাহাড়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিঙের পাহাড়কে টয় ট্রেনের মাধ্যমে যুক্ত করার জন্য ওই উদ্যোগের নয় বছর পর ১৮৭৯ থেকে বাণিজ্যিক ভাবে চালানোর জন্য কাজ শুরু হয়। ১৮৮১ সালের ৪ জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিঙের উদ্দেশে গড়িয়েছিল প্রথম টয় ট্রেনের চাকা। ওই দিনটিকে স্মরণে রেখে এ বছর ৪ জুলাই টয় ট্রেনের জন্মদিন পালনে উদ্যোগী হন রেল কর্তৃপক্ষ। কিন্তু এই দিনেও দুর্ঘটনা পিছু ছাড়ল না টয় ট্রেনের।