কন্যাশ্রী যোদ্ধা প্রশিক্ষণ শুরু

মিরজাপুরের ভাগ্যশ্রী মণ্ডল, সালালাপুরের দুলালী মজুমদার বা হাঁসপুকুরের বিচিত্রা হাঁসদা। এই কিশোরীরা সকলেই এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এঁরা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পেরও উপভোক্তা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০২:০৯
Share:

কন্যাশ্রী যোদ্ধা প্রকল্পে প্রশিক্ষণ নিচ্ছে মালদহের কিশোরীরা। নিজস্ব চিত্র

মিরজাপুরের ভাগ্যশ্রী মণ্ডল, সালালাপুরের দুলালী মজুমদার বা হাঁসপুকুরের বিচিত্রা হাঁসদা। এই কিশোরীরা সকলেই এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এঁরা আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কন্যাশ্রী প্রকল্পেরও উপভোক্তা। এই কিশোরীদের মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বামনগোলা ব্লকের এমন প্রত্যন্ত এলাকায় বাড়ি যে ক্যারাটে, বক্সিং বা স্কাউটের নামই শুধু শুনেছে তাঁরা। এগুলিতে প্রশিক্ষণ তো দূর অস্ত্ কেননা, এই এলাকায় প্রশিক্ষণের কোনও ব্যবস্থাই নেই। জেলা সদরে ব্যবস্থা থাকলেও এই কিশোরীদের পারিবারিক স্বচ্ছলতা এমন নয় যে, টাকা খরচ করে প্রশিক্ষণ নিয়ে আত্মরক্ষা করতে পারবে।

Advertisement

কিন্তু এ বার এই কিশোরীদেরই ক্যারাটে, বক্সিং, স্কাউট সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কন্যাশ্রী যোদ্ধা তৈরির উদ্যোগ নিয়েছে মালদহ জেলা প্রশাসন। শুধু বামনগোলা ব্লকেই নয়, মানিকচক, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, এই চারটি ব্লকের মাধ্যমিক পরীক্ষা দেওয়া মোট ১২০ কিশোরীকে এ সমস্ত প্রশিক্ষণ দিয়ে কন্যাশ্রী যোদ্ধা করা হবে। এক একটি ব্লক থেকে ৩০ জন করে কিশোরীকে বেছে নেওয়া হয়েছে। বুধবার আন্তর্জাতিক নারী দিবসে মালদহ জেলা সমাজকল্যাণ দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চারটি ব্লকেই একযোগে তাঁদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। আগামী ২০ দিন টানা তাঁদের প্রশিক্ষণ চলবে।

মালদহ জেলায় ১৫টি ব্লক রয়েছে। তার মধ্যে কন্যাশ্রী যোদ্ধা তৈরির পাইলট প্রকল্পের কাজ বামনগোলা, মানিকচক এবং হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লকে এ দিন শুরু করা হল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চারটি ব্লকের ১২০ জন কিশোরীকে আত্মরক্ষার জন্য শুধু ক্যারাটে, বক্সিং, স্কাউটেরই প্রশিক্ষণ নয়—সমাজের স্বার্থে বিপর্যয় মোকাবিলা, হোম-নার্সিং, কাউকে সাপে কাটলে প্রয়োজনীয় পদক্ষেপ, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু ও নারী পাচার সম্পর্কিত বিভিন্ন আইন এ সমস্ত বিভিন্ন বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা কো-অর্ডিনেটর ইন্দ্রনীল বিশ্বাস বলেন, ‘‘বাছাই করা কিশোরীদের কন্যাশ্রী যোদ্ধা তৈরির জন্য প্রস্তাব রেখেছিলাম। অনুমতি পেতে নারী দিবসের দিন থেকেই প্রশিক্ষণের কাজ শুরু হয়েছে। প্রশিক্ষণ নিয়ে এই কিশোরীরা সমাজে নিজেরাই অনন্যা হয়ে উঠবে।’’ জেলা সমাজকল্যাণ আধিকারিক অসীম রায় বলেন, ‘‘প্রশিক্ষণ নেওয়া ১২০ জন কন্যাশ্রী যোদ্ধা জেলার রোল মডেল হবেন।’’ কন্যাশ্রী যোদ্ধার প্রশিক্ষণ নিতে পেরে খুশি বামনগোলার ভাগ্যশ্রী, দুলালী, হরিশ্চন্দ্রপুর ২-এর নুসরত বানুরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন