সিকিমে গাড়ি যাক, দাবি বৈঠকে

পর্যটক থেকে সাধারণ যাত্রী গাড়ি সিকিমে অবাধে চলাচলের দাবি জানালেন পরিবহণ ও পর্যটন ব্যবসায়ীরা। সিকিমের সঙ্গে গাড়ি চলাচল নিয়ে নতুন নীতি তৈরির আগে সোমবার সকালে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে একটি বৈঠক হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০২:৪৫
Share:

পর্যটক থেকে সাধারণ যাত্রী গাড়ি সিকিমে অবাধে চলাচলের দাবি জানালেন পরিবহণ ও পর্যটন ব্যবসায়ীরা। সিকিমের সঙ্গে গাড়ি চলাচল নিয়ে নতুন নীতি তৈরির আগে সোমবার সকালে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে একটি বৈঠক হয়। সেখানে বাস, গাড়ি, ট্রাক-সহ বিভিন্ন পরিবহণ এবং পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন রাজ্য পরিবহণ দফতরের বিশেষ সচিব বিশ্বনাথ দত্ত-সহ অফিসারেরা।

Advertisement

প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে ব্যবসায়ীরা সিকিমে অবাধে পশ্চিমবঙ্গের ভাড়া গাড়ি চলাচলের উপর জোর দেন। ব্যবসায়ীরা জানান, সিকিমে এ রাজ্যের গাড়ি চলাচলের বিভিন্ন নিয়ম রয়েছে। শুধুমাত্র যাত্রী বা পর্যটকদের ছেড়ে বা নিয়ে আসার অনুমতি মেলে। বাকি সমস্ত জায়গায় স্থানীয় নম্বরের গাড়ি ব্যবহার করতে হয়। এ বার তা বদল করতে হবে। পরিবহণ দফতরের এক কর্তা জানিয়েছেন, সম্ভবত পুজোর মরসুমের পরে সিকিমের সঙ্গে গাড়ি চুক্তি নিয়ে আলোচনায় বসা হবে। তার আগে স্থানীয় পর্যায়ে কথা বলছেন তাঁরা। জেলা পরিবহণ আধিকারিক রাজেন সুনদাস বলেছেন, ‘‘কোনও কিছু চূড়ান্ত হলে অবশ্যই তা জানানো হবে।’’

সিকিমের সঙ্গে রাজ্যের গাড়ি চলাচল চুক্তি শেষ বার হয় ২০০৭ সালে। চুক্তি অনুসারে দুই তরফের মালিকদের পারমিট নিয়ে গাড়ি চালাতে হয়। কিন্তু সিকিমে বাইরের কোনও রাজ্যের গাড়ি নিয়ে অবাধে ঘোরাফেরা করা যায় না। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন পর্যটকেরা। শিলিগুড়িতে বিমানে বা ট্রেনে নেমে তাঁদের সিকিমের গাড়ি খোঁজেন। কিন্তু প্রিপেইড বুথ বা স্ট্যান্ডগুলিতে সেই গাড়ি কার্যত থাকেই না। ফলে সিকিম যেতে গেলে তাঁদের গাড়ি বদলাতে হয়। এতে সময়, টাকা ও ভোগান্তি, তিনই হয়। ক্ষমতায় আসের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর বিষয়টি আনেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। তিনি পরিবহণ দফতরের সচিবদের দেখার নির্দেশ দেন। সিকিমের মুখ্যমন্ত্রীকে চিঠিও লেখেন। পরিবহণ ব্যবসায়ীদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে, দুই রাজ্যে স্বাভাবিক গাড়ি চলাচলের উপরও জোর দেন। সিকিমও নতুন করে আলোচনা চেয়েছে।

Advertisement

বৈঠকে ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সম্রাট সান্যাল বলেন, ‘‘আমরা সার্ক দেশগুলির মধ্যে একটি পারমিটে একটি গাড়ি চলাচলের দিকে এগোচ্ছি। সেখানে এক রাজ্যের গাড়ি আর এক রাজ্যে চলবে না, এটা হতে পারে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন