সমবায় ভোটে জয়ী তৃণমূল

গতবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালন মণ্ডলীতে একজন বিরোধী প্রতিনিধি থাকলেও এবার সেটাও হল না৷ যদিও মাধ্যমিক পরীক্ষা চলতে থাকায় এ দিনের জয় নিয়ে খুব বেশি উচ্ছাস দেখাননি তৃণমূলের নেতা কর্মীরা৷

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ০৩:০২
Share:

পঞ্চায়েত নির্বাচনের আগে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বড় জয় পেল তৃণমূল৷ ন’টি আসনের মধ্যে আগেই আটটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা৷ বাকি একটি আসনে বিপক্ষে একজন প্রার্থী থাকলেও তাঁর বিরুদ্ধেও সহজেই জয় পেলেন তৃণমূল প্রার্থী৷ রাজ্য সরকারের মনোনীত হিসাবে গতবার চেয়ারম্যান হলেও, এ বারে নির্বাচনে লড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী৷

Advertisement

জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এই ব্যাঙ্কের অধীনে জলপাইগুড়ি জেলা, শিলিগুড়ি ও হলদিবাড়ি ব্লকে থাকা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, ইঞ্জিনিয়ার্স সমবায় সমিতি ও কৃষি বিপনন সমবায় সমিতিগুলিতে প্রায় দু’মাস আগে থেকেই নির্বাচন শুরু হয়৷ ভোটের মাধ্যমে প্রতিটি সমবায় সমিতি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন৷ যারা পরিচালন মণ্ডলীতে লড়াই করার কিংবা ভোট দেওয়ার অধিকার অর্জন করেন৷

কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সূত্রের খবর, তাদের ব্যাঙ্কের পরিচালন মণ্ডলীতে মোট এগারোজন প্রতিনিধি থাকেন৷ এর মধ্যে ন’জনকে নির্বাচনে লড়াই জিতে আসতে হয়৷ একজনকে মনোনীত করে রাজ্য সরকার৷ আরেকজন মনোনীত হন রাজ্য সমবায় ব্যাঙ্কের মাধ্যমে৷ সূত্রের খবর, গতবার এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভবাবুকে রাজ্য সরকার পরিচালন মণ্ডলীতে মনোনীত করে৷ তারপর তিনি চেয়ারম্যান নির্বাচিত হন৷ তবে এবার সদর এলাকা থেকে নির্বাচনে লড়াই করেন তিনি৷ তার বিরুদ্ধে অবশ্য বিরোধীরা কাউকে দাঁড় করাতে পারেনি৷ একইভাবে আরও সাতটি এলাকাতেও কোন বিরোধী প্রার্থী ছিল না৷

Advertisement

গতবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালন মণ্ডলীতে একজন বিরোধী প্রতিনিধি থাকলেও এবার সেটাও হল না৷ যদিও মাধ্যমিক পরীক্ষা চলতে থাকায় এ দিনের জয় নিয়ে খুব বেশি উচ্ছাস দেখাননি তৃণমূলের নেতা কর্মীরা৷

তবে বিজেপির উত্তরবঙ্গের সহ আহ্বায়ক দীপেন প্রামাণিক বলেন, ‘‘পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের মহড়া হিসেবে এই নির্বাচনকে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের দাঁড়াতে দেয়নি।’’ তৃণমূলের সৌরভবাবু সেই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় দলের মনোবল বাড়িয়ে দেবে৷’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন