Arrest

আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ শিলিগুড়ি, গ্রেফতার দুই

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ২৩:২৪
Share:

—প্রতীকী ছবি।

আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল শিলিগুড়িতে। পরিবারের অভিযোগ, গত ১৫ অগস্ট শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ওই তরুণীকে কাজ দেওয়ার কথা বলে বাগডোগরায় নিয়ে গিয়ে মদ খাইয়ে ধর্ষণ করেছেন এক পরিচিত যুবক। পরে ওই যুবকের বন্ধুরাও তরুণীকে ধর্ষণ করে তাঁকে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর পরিবার পুলিশের বিরুদ্ধেও অভিযোগ দায়েরে গাফিলতির অভিযোগ তুলেছে।

Advertisement

‘নির্যাতিতা’ তরুণীর পরিবার সূত্রে খবর, ১৬ অগস্ট একটি চা বাগানের কর্মীরা তরুণীকে বাড়ি পৌঁছে দেন। প্রথমে তরুণী পরিবারের কাউকেই কিছু জানাননি। মানসিক ভাবে এতটাই তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন যে, সকলের সঙ্গে কথাবার্তাও বন্ধ করে দেন। দিন ছ’য়েক আগে তরুণী বাড়িতে সবটা জানান। তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়। এর পরেই তরুণীর বাড়ির লোকেরা ফাঁসিদেওয়া থানায় অভিযোগ জানাতে যান। সেখান থেকে তাঁদের বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়। অভিযোগ, পুলিশের গাফিলতির কারণেই সেখানে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। ‘নির্যাতিতা’র দাদা বলেন, ‘‘পুলিশের ভূমিকায় আমরা খুশি নয়। আমার বোনের যারা সর্বনাশ করেছে, তাদের উপযুক্ত শাস্তি চাই।’’

দার্জিলিঙের অতিরিক্ত সুপার শুভেন্দ্র কুমার বলেন, ‘‘গতকালই পুলিশের কাছে এসেছিল পরিবার। বাগ়ডোগরা থানায় এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement