সিঁড়ি ভেঙে পড়ার তদন্ত দাবি যুযুধান দুই দলের

চকবাজার ও এইচডি লামা রোডের সংযোগকারী সিঁড়ি ভেঙে পড়ার তদন্ত চেয়ে একই দিনে জেলাশাসককে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা পাহাড় তৃণমূল কংগ্রেস এবং সিপিআরএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০২:০৬
Share:

চকবাজার ও এইচডি লামা রোডের সংযোগকারী সিঁড়ি ভেঙে পড়ার তদন্ত চেয়ে একই দিনে জেলাশাসককে স্মারকলিপি দিল দার্জিলিং জেলা পাহাড় তৃণমূল কংগ্রেস এবং সিপিআরএম। সোমবার দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের সঙ্গে দেখা করে দুই দলের পক্ষ থেকেই স্মারকলিপি দেওয়া হয়। একই দিনে দুই দলের সক্রিয় হয়ে ওঠাকে আগামী দার্জিলিং পুরসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন অনেকে। যদিও দু’দলের কেউই সে বিষয়ে কিছু স্বীকার করেননি। সম্প্রতি ওই সিঁড়িটি ভেঙে পড়ে। চকবাজারে লাগা সাম্প্রতিক আগুনের ঘটনারও তদন্ত দাবি করা হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করানোর নির্দেশ দেওয়া হবে।’’

Advertisement

তৃণমূলের পক্ষ থেকে তাঁদের পাহাড় কমিটির সম্পাদক এনবি খাওয়াসকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘যেভাবে ওই নির্মীয়মান সিঁড়ি ভেঙে পড়েছে তা মেনে নেওয়া যায় না। আমাদের পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই নির্মান সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনারও তদন্ত চাইছি।’’ সিপিআরএমের মুখপাত্র গোবিন্দ ছেত্রীও একই দাবি জানিয়েছেন বলে জানান। তবে একই দিনে কেন তাঁরা একই বিষয়ে সরব হলেন তা নিয়ে জানতে চাইলে কাকতালীয় বলে এড়িয়ে গিয়েছেন দুজনেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement