দুই যুবতী উদ্ধার মালবাজারে

কাজের প্রলোভন দিয়ে ডুয়ার্সের দুই যুবতীকে দিল্লি নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল। যদিও, মালবাজার বাস স্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে এক যুবককেও ধরেছে পুলিশ। গত রবিবার রাতে মালবাজার শহরের ক্যালটেক্স মোড় থেকে পাচার চক্র সন্দেহে একটি দলকে পুলিশ আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীদের সকলেই বীরপাড়া এলাকার বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০২:১০
Share:

কাজের প্রলোভন দিয়ে ডুয়ার্সের দুই যুবতীকে দিল্লি নিয়ে যাওয়ার ছক কষা হয়েছিল। যদিও, মালবাজার বাস স্ট্যান্ড থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পাচার চক্রের সঙ্গে যুক্ত অভিযোগে এক যুবককেও ধরেছে পুলিশ। গত রবিবার রাতে মালবাজার শহরের ক্যালটেক্স মোড় থেকে পাচার চক্র সন্দেহে একটি দলকে পুলিশ আটক করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবতীদের সকলেই বীরপাড়া এলাকার বাসিন্দা। দুই যুবতীর একজনের দিদি এবং মা-ও মালবাজার বাস স্ট্যান্ডে এসেছিলেন। বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়িগামী একটি বাসে ওঠার কথা ছিল ওই দুই যুবতীর। তাঁদের সঙ্গে ছিল ধৃত যুবকও। মালবাজার ক্যালটেক্স মোড়েই বীরপাড়া থেকে আসার খরচ বাবদ বাস এবং রিক্সা ভাড়া কে দেবে তা নিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে অন্যদের বচসা হওয়ায় এলাকার ব্যবসায়ীদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে সকলকেই থানায় নিয়ে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন