coronavirus

Coronavirus in West Bengal: সিকিম থেকে এলে মানতে হবে নিয়ম

উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে সিকিম থেকে লোকজনের যাতায়াত ও তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ০৬:১৩
Share:

প্রতীকী চিত্র।

অসম, সিকিমে সংক্রমণ বৃদ্ধি দুশ্চিন্তা বাড়াচ্ছে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে। তার উপর সিকিমে ডেল্টা ভ্যারিয়েন্ট মিলেছে। সোমবার সেই খবর পেতেই তা নিয়ে সিকিম সরকার সতর্কতা নিয়েছে। তবে এই পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে সিকিম থেকে লোকজনের যাতায়াত ও তা থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে। ভ্রমণ সংস্থাগুলিকে নিয়ে গঠিত সংগঠনের তরফে মঙ্গলবার জেলাশাসককে চিঠি পাঠিয়ে তাদের আশঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই ভাবে কালিম্পঙের ক্ষেত্রে একই ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Advertisement

সন্ধ্যার দিকে দার্জিলিঙের জেলাপ্রশাসনের তরফে নির্দেশও জারি হয়, সিকিমের দিক থেকে আসা গাড়ির যাত্রী, চালক, গাড়ির কর্মীদের কোভিড বিধি মেনে ঢুকতে হবে জেলায়। জেলাশাসক এস পুন্নমবলম ওই নির্দেশিকায় জানিয়েছেন, ওই ব্যক্তিদের টিকার দু’টি ডোজ় দেওয়ার শংসাপত্র বা ৭২ ঘণ্টা আগের আরটিসিপিআর নেগেটিভ রিপোর্ট বা ৪৮ ঘণ্টা আগে করা র‌্যাপিড টেস্ট রিপোর্ট নেগেটিভ থাকতে হবে। কালিম্পং জেলা প্রশাসনের তরফেও সেই নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। কালিম্পঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ‘‘সিকিমে যাতায়াতে দু’টি পথ রংপো এবং মেলিতে চেকপোস্ট করে স্ক্রিনিং শুরু হয়েছে। জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। দার্জিলিঙের মতো এ ক্ষেত্রেও সিকিম থেকে কেউ আসতে গেলে টিকার শংসাপত্র লাগবে।’’

প্রশাসন এবং বাসিন্দাদের আশঙ্কা, একটু অসতর্ক হলেই পর্যটকদের বা সিকিমে যাতায়াতকারীদের হাত ধরে ডেল্টা প্রজাতির ভাইরাস ঢুকে পড়তে পারে উত্তরবঙ্গে। একই ভাবে অসমের সংক্রমণ বৃদ্ধি দুশ্চিন্তা বাড়িয়েছে। ইতিমধ্যেই সিকিমের যাতায়াতকারীদের মাধ্যমে ডেল্টা প্রজাতি উত্তরবঙ্গে ঢুকে পড়েছে কি না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। জনস্বাস্থ্য দফতরের উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায় বলেন, ‘‘সোমবার দার্জিলিং এবং কালিম্পং জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। শীঘ্রই কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করে অসম সীমানাতেও নাকা চেকিং চালু করা হবে। টেস্ট রিপোর্ট নেগেটিভ বা টিকার দুটি ডোজ় থাকলে তবেই যেন অসম থেকে ঢুকতে দেওয়া হয়।’’

Advertisement

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল জানান সিকিম, অসম যেতে কোভিড প্রটোকল মানতে হচ্ছে। তাই ওই সব জায়গা থেকে একই বিধি মেনে তারাও যেন আসেন সে জন্য আর্জি জানিয়েছি। সেটা এই পরিস্থিতিতে পর্যটনের ক্ষেত্রেও নিরাপদ হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন