Vistadome Coaches

Vistadome: ট্রেনে বসেই ডুয়ার্স-দর্শন, চালু হল অত্যাধুনিক ভিস্তাডোম পরিষেবা

ওই এলাকার বহু মানুষ ট্রেনটিকে দেখার জন্য এসেছিলেন স্টেশনে। সকলেই ভিস্তাডোমে যাত্রা করার জন্য উৎসাহিত।

নিজস্ব সংবাদদাতা
জলপাইগুড়ি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৬:৪৮
Share:
Advertisement

উত্তরবঙ্গে শুরু হল ভিস্তাডোম পরিষেবা। শনিবার প্রথম যাত্রা করল ওই ট্রেন। জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার রুটে চলবে ভিস্তাডোম। পথ মধ্যে বেশ কয়েকটি স্টেশনেও দাঁড়াবে এটি। অত্যাধুনিক ওই ট্রেনে বসেই ডুয়ার্সের জঙ্গল দেখতে পাবেন যাত্রীরা।

শনিবার জলপাইগুড়ি থেকে সকাল ৮টায় যাত্রা শুরু করে। ৯টা ২৫ মিনিট নাগাদ তা পৌঁছয় চালসা স্টেশনে। সেখানে আদিবাসী নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয়। ওই এলাকার বহু মানুষ ট্রেনটিকে দেখার জন্য এসেছিলেন স্টেশনে। সকলেই ভিস্তাডোমে যাত্রা করার জন্য উৎসাহিত। অনেকেই চালসা থেকে উঠেছেন ওই ট্রেনে। এ রকম প্রিয়ঙ্কা দাস, পিয়ালী দাসরা জানিয়েছেন, ওই ট্রেনে করে তাঁরা আলিপুরদুয়ার যাবেন। আবার ফিরে আসবেন।

Advertisement

ভিস্তাডোম নিয়ে পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেছেন, ‘‘পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হবে এই ট্রেন। এই ট্রেন ডুয়ার্সের পর্যটন ব্যবসার আরও উন্নতি ঘটাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement