Murder

স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবাদের জের! চাঁচলে স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

অভিযোগ, সাবিনার সন্তান হওয়ার পর থেকে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান তাঁর স্বামী লালচন আলি। এই নিয়ে গ্রামে একাধিক বার সালিশি সভা বসেছিল বলেও জানিয়েছেন স্থানীয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুন ২০২৫ ১৫:০৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবাদ করেছিলেন স্ত্রী! অভিযোগ, সে কারণে মহিলাকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন স্বামী। মালদহের চাঁচল থানার খদিয়ারপুর গ্রামের ঘটনা। খুনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ মহিলার পরিবার।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাবিনা পারভিন। তাঁর বয়স ২৯ বছর। আট বছরের পুত্রসন্তানও রয়েছে তাঁর। অভিযোগ, সাবিনার সন্তান হওয়ার পর থেকে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান তাঁর স্বামী লালচন আলি। এই নিয়ে গ্রামে একাধিক বার সালিশি সভা বসেছিল বলেও জানিয়েছেন স্থানীয়েরা। সালিশি সভায় নিজের ছেলেকে আবার বিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন লালচনের বাবা। অভিযোগ, সাবিনার উপরে শারীরিক এবং মানসিক নির্যাতনও করছিলেন লালচন এবং তাঁর পরিবার।

মৃতার পরিবারের অভিযোগ, রবিবার সাবিনার উপরে অত্যাচারের মাত্রা চরমে ওঠে। তাঁর শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। মেয়েকে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন লালচান। চাঁচল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement