বন কর্মীদের উপরে হামলা, চোরাই কাঠের গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতী

বন দফতরের কর্মীদের উপরে হামলা চালিয়ে চোরাই কাঠ-সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের হেমিলটনগঞ্জে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ১৫:২৬
Share:

বন দফতরের কর্মীদের উপরে হামলা চালিয়ে চোরাই কাঠ-সমেত গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের হেমিলটনগঞ্জে। হামলায় জখম হয়েছেন ফরেস্ট রেঞ্জার অফিসারও।

Advertisement

কী ঘটেছিল?

এ দিন কয়েকজন বন দফতরের কর্মীদের একটি দল হেমিলটনগঞ্জে টহল দিতে যান। ফেরার সময় তাঁরা দেখতে পান সাদা গাড়ি করে বনের ভিতর থেকে কাঠ নিয়ে যাওয়া হচ্ছে। বন দফতরের কর্মীরা গাড়িটিকে দাঁড়াতে বলে। কিন্তু সেটি গতি বাড়িয়ে আরও জোরে চলতে শুরু করে। বন দফতরের কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে সেটিকে দাঁড় করান। গাড়িটির চালক কোনও সঠিক কাগজপত্র দেখাতে পারেনি। এর কয়েক মুহূর্ত পরেই এক দল লোকজন সশস্ত্র হামলা চালায় তাঁদের উপরে। গাড়িটি নিয়ে চম্পট দেয় তারা।

Advertisement

বন দফতরের কর্মীরা জানান, দুষ্কৃতীরা প্রত্যেকেই স্থানীয়। চালকই তাদেরকে ফোন করে ডেকে নিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন