ফুটপাথে উঠে গাড়ি পিষে দিল যুবককে

তীব্র গতিতে একেবেঁকে এগিয়ে আসছে একটি গাড়ি। দূর থেকে তা নজরে পড়ায় রাস্তার পাশে সরে দাঁড়িয়েছিলেন আতঙ্কিত পথচারীরা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। রাস্তার পাশে ফুটপাথে উঠে এক ব্যক্তিকে পিষে দেয় গাড়িটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০২:৫৪
Share:

ঘাতক: এই গাড়িটিই ঘটায় দুর্ঘটনা। ছবি: বিশ্বরূপ বসাক

তীব্র গতিতে একেবেঁকে এগিয়ে আসছে একটি গাড়ি। দূর থেকে তা নজরে পড়ায় রাস্তার পাশে সরে দাঁড়িয়েছিলেন আতঙ্কিত পথচারীরা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। রাস্তার পাশে ফুটপাথে উঠে এক ব্যক্তিকে পিষে দেয় গাড়িটি।

Advertisement

শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ শিলিগুড়ি লাগোয়া শালুগাড়া বাজারে এই ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সঞ্জয় সিংহকে (২৯) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বাসিন্দাদের অভিযোগ, গাড়িতে থাকা চার যুবকই মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িতে মদের বোতল ছিল বলেও পুলিশকে জানিয়েছেন তাঁরা। চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হিতেশ গর্গ, রনৌক অগ্রবাল, সৌরভ অগ্রবাল এবং বিশাল গোয়েল। সকলেরই বাড়ি শহরের প্রণামী মন্দির রোডে। গাড়ি চালক ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৩০৪/৩৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়। শনিবার ধৃতদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত।

Advertisement

পরিজনদের দাবি, ধৃতরা প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায়, তাঁদের বাঁচাতে আসরে নামেন অনেকেই। কিন্তু, শালুগাড়ার তৃণমূল নেতা তাসি দোর্জি লামা সদলবলে থানায় গিয়ে বিক্ষোভে শুরু করলে পরিস্থিতি অন্য দিকে গড়ায়। বিক্ষোভের খবর শুনে শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা নিজেই ভক্তিনগর থানায় চলে আসেন। মামলার নথি লেখা শেষ করে ধৃতদের আদালতে পাঠানোর পরে থানা ছাড়েন তিনি। কমিশনার বলেন, ‘‘আশঙ্কার কোনও কারণ নেই। কড়া পদক্ষেপ হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement