অভিযুক্ত ধৃত, ছোট গাড়ি নিয়ে পুলিশি অভিযান

পুলিশের উপরে হামলায় অভিযুক্ত ছোট যাত্রীবাহী গাড়ির চালক আব্দুল মান্নানকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ট্রাফিক বিধি ভেঙে ধরা পড়ার পরে ওই চালক আব্দুল মান্নান নিজের হাত ও কপাল কেটে পুলিশের বিরুদ্ধে জনতাকে খেপিয়ে তুলেছিল। সোমবার রাতেই আব্দুলকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দু’জন শাগরেদকেও পুলিশ ধরেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৪ ০১:২২
Share:

পুলিশের উপরে হামলায় অভিযুক্ত ছোট যাত্রীবাহী গাড়ির চালক আব্দুল মান্নানকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ট্রাফিক বিধি ভেঙে ধরা পড়ার পরে ওই চালক আব্দুল মান্নান নিজের হাত ও কপাল কেটে পুলিশের বিরুদ্ধে জনতাকে খেপিয়ে তুলেছিল। সোমবার রাতেই আব্দুলকে গ্রেফতার করা হয়। পরে তাঁর দু’জন শাগরেদকেও পুলিশ ধরেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম আব্দুল মান্নান, আব্দুল আজিজ এবং আনিসুর রহমান। আব্দুলই ওই ছোট গাড়ির চালক ছিলেন। তাঁর সঙ্গেই প্রথম বচসা বাঁধে। পরে তাঁকে মদত দেন তাঁর ভাই আব্দুল ও পরিচিত আনিসুর সহ অন্যরা। পুলিশের দাবি, আব্দুল কবুল করেছেন, পুলিশ বেআইনি ভাবে যাত্রী ওঠানামা করানোর জন্য ধরার পরে তিনি নিজেই গাড়ির চাবি দিয়ে ঘষে কপাল থেকে রক্ত বের করেন। এমনকী ভাঙা কাচেও নিজের হাতের কব্জি কাটেন। এর পরেই পুলিশ মারছে বলে হইচই করে গাড়ির চালক ও তাঁর শাগরেদরা। ফলে, উত্তেজিত জনতা পুলিশের উপরে হামলা চালায়।

Advertisement

শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহন বলেন, “পুলিশ আধিকারিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করার ঘটনার ভিডিও ফুটেজ জোগাড় করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত রয়েছে কি না তা ভিডিও দেখে চিহ্নিত করা হচ্ছে।” জানা গিয়েছে, ওই ভিডিওতে কারা ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িত রয়েছে, তা দেখা গিয়েছে। আদালতে তার ভিত্তিতেই মামলা সাজানোর পরিকল্পনা করেছে পুলিশ। ওই ঘটনার প্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার সারাদিন সিটি অটো ও ছোট গাড়ির বিরুদ্ধে অভিযান চালায়। মোট ৩৬ টি অটো ও গাড়িকে রুট ভেঙে ও রুট না মেনে গাড়ি চালানোর জন্য মামলা করা হয়েছে।

সোমবার সকালে শিলিগুড়ির দাগাপুরের পিনটেল ভিলেজে অপরাধ সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিতে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি আসছিলেন কালচিনির সার্কেল ইন্সপেক্টর কার্তিক ভট্টাচার্য, জেলা এনফোর্সমেন্ট শাখার ইন্সপেক্টর পারিজাত সরকার ও এক কনস্টেবল সহ চারজন। তিনবাতির কামরাঙ্গাগুড়িতে ওভারব্রিজের কাছে রাস্তা আটকে একটি ছোট গাড়ির চালক আব্দুল মান্নান যাত্রী ওঠাচ্ছিল। তাতে অযথা রাস্তায় যানজট তৈরি হলে গাড়ি থেকে নেমে ওই চালককে তাড়াতাড়ি রাস্তা ছাড়তে বলেন ওই দুই অফিসার।

Advertisement

তর্কাতর্কির পর হঠাৎই ওই দু’জনকে মারধর করা শুরু করে আব্দুল ও তার সহযোগীরা। চোয়াল ফেটে যায় কার্তিকবাবুর। তাঁদের গাড়িটিও ভেঙে দেওয়া হয়। তাঁদের অভিযোগের উপরে ভিত্তি করে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ চালক সহ ৯ জনকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement