আইটিআই লাগোয়া জমি দখলমুক্ত করল পুলিশ

আইটিআই কলেজ লাগোয়া জমি দখলমুক্ত করল মালবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার মালবাজার ব্লকের ওদলাবাড়িতে নির্মীয়মাণ আইটিআই কলেজের পেছন দিকের সরকারি খাস জমি দখলমুক্ত করে পুলিশ। এখানে গত কিছু মাস ধরেই জমিতে খুঁটি পুঁতে দখল করার চেষ্টা চলছিল বলে অভিযোগ।

Advertisement
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ০২:৩৫
Share:

আইটিআই কলেজ লাগোয়া জমি দখলমুক্ত করল মালবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার মালবাজার ব্লকের ওদলাবাড়িতে নির্মীয়মাণ আইটিআই কলেজের পেছন দিকের সরকারি খাস জমি দখলমুক্ত করে পুলিশ। এখানে গত কিছু মাস ধরেই জমিতে খুঁটি পুঁতে দখল করার চেষ্টা চলছিল বলে অভিযোগ। স্থানীয় জমি বিক্রির দালালেরা সক্রিয় হয়ে সরকারি খাস জমি দখল করে বিক্রি করার উদ্যোগ নিচ্ছিল বলেও প্রশাসনিক স্তর থেকে অভিযোগ ওঠে। এ দিন মালবাজার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফ থেকে জমি দখল মুক্ত করতে পুলিশের সাহায্য চাওয়া হলে পুলিশের উদ্যোগে এলাকাটি দখলমুক্ত করা হয়। মালবাজারের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সুশান্ত মজুমদার বলেন, ‘‘প্রায় ৫০ একর জমিতে খুঁটি পুতে দখল করা চলছিল। সেটিই আমরা পুলিশের সাহায্যে দখলমুক্ত করে ওদলাবাড়ি পঞ্চায়েতকে বিষয়টি দেখতে নির্দেশ দিয়েছি।’’ তবে পুলিশি নজরদারি না থাকলে ফের জমি দখল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। এলাকায় আইটিআই কলেজ নির্মাণ প্রায় শেষের দিকে চলে আসায় ফাঁকা জমি দখল করে চড়া দামে বিক্রির সুযোগ মিলেছে। সে কারণেই দালালচক্র জমি দখলে সক্রিয় হয়ে উঠেছে বলে ওদলাবাড়ির বাসিন্দাদের একাংশের অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement