আরও ন’জনকে বঙ্গরত্ন

আরও ৯ জনকে ‘বঙ্গরত্ন’ দেওয়া হবে উত্তরবঙ্গ উত্‌সবের মঞ্চ থেকে। এবার বঙ্গরত্নের তালিকায় অগ্রাধিকার উত্তরবঙ্গেরই। শনিবার শিলিগুড়িতে পূর্ত দফতরের আবাসনে একটি সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এবার বঙ্গরত্ন পাচ্ছেন শিলিগুড়ির জাতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। সেই সঙ্গে এই সম্মান পাচ্ছেন প্রাক্তন জাতীয় হকি অধিনায়ক শিলিগুড়িরই ভরত ছেত্রী ও চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৫ ০০:২৫
Share:

আরও ৯ জনকে ‘বঙ্গরত্ন’ দেওয়া হবে উত্তরবঙ্গ উত্‌সবের মঞ্চ থেকে। এবার বঙ্গরত্নের তালিকায় অগ্রাধিকার উত্তরবঙ্গেরই। শনিবার শিলিগুড়িতে পূর্ত দফতরের আবাসনে একটি সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। এবার বঙ্গরত্ন পাচ্ছেন শিলিগুড়ির জাতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। সেই সঙ্গে এই সম্মান পাচ্ছেন প্রাক্তন জাতীয় হকি অধিনায়ক শিলিগুড়িরই ভরত ছেত্রী ও চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ও। এ ছাড়া আরও ৬ জনকে বঙ্গরত্নের জন্য মনোনীত করা হয়েছে। চিকিত্‌সা, সমাজসেবা থেকে লোকনৃত্যের শিল্পীরা স্থান পেয়েছেন এই তালিকায়। চতুর্থ উত্তরবঙ্গ উত্‌সবের মঞ্চ থেকে তাঁদের হাতে খেতাব তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। উত্তরবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও এবার উত্‌সবকে ছড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৯ জানুয়ারি উত্‌সবের সূচনা করতে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেলে তিনি একটি শিল্প সম্মেলনে যোগ দেবেন। ২০ জানুয়ারি দুপুরে উত্‌সবের সূচনা হবে। নেতাজির জন্ম জয়ন্তীতে যোগ দিতে তাঁর যাওয়ার কথা পাহাড়েও।

Advertisement

মন্ত্রী বলেন, “উত্‌সবকে আকর্ষণীয় করে তুলতে উষা উত্থুপ, নচিকেতাকে দিয়ে অনুষ্ঠান করানো হবে। উপস্থিত করা হচ্ছে ব্যোমকেশ ফিরে এল চলচ্চিত্রের কুশীলবদেরও। শিলিগুড়ি ম্যারাথনে উপস্থিত থাকবেন তাঁরা।” সিনেমা, নাটক, নাচ, গানে উত্‌সবকে সফল করে তুলতে সচেষ্ট রাজ্য সরকার। বাংলাদেশের চিরকুট নামের একটি ব্যাণ্ডকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে মন্ত্রী জানান। অন্যদের মধ্যে বঙ্গরত্ন পাচ্ছেন শিক্ষাবিদ সন্তোষ চক্রবর্তী, সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস, সমাজসেবী হিমাংশু সরকার, নৃত্যশিল্পী নারায়ণ বর্মন, চিকিত্‌সক অনুপম সেন, ও চিকিত্‌সক মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়। এ ছাড়া দুঃস্থে কিছু কৃতী খেলোয়াড় ও মেধাবীদেরও সাহায্য করা হবে। এর মধ্যে টেবল টেনিস খেলোয়াড় অঙ্কিতা দাস, চিত্রকর দুলাল সরকার, অ্যাথলিট স্বপ্না বর্মন, শুটার গুড়িয়া রায়ের নাম রয়েছে। বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

সোমবার ১৯ জানুয়ারি বিকেলে উত্তরকন্যায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী বলেও এদিন জানান গৌতমবাবু। তিনি বলেন, “ওইদিন উত্তরবঙ্গে বহু নতুন শিল্পের জন্য চুক্তি সই হওয়ার কথা।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement