আস্ত এটিএম মেশিন তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা

টাকা লুঠ করতে এসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম মেশিন তুলেই চম্পট দিল দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে প্রায় পৌনে তিন লক্ষ টাকা। শুক্রবার রাতে কোচবিহার শহরের কামেশ্বরী রোড এলাকার ঘটনা। শনিবার সকালে ব্যাঙ্ককর্মীরা আসার পরে বিষয়টি জানাজানি হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৬
Share:

অঙ্কন: ওঙ্কারনাথ ভট্টাচার্য

টাকা লুঠ করতে এসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম মেশিন তুলেই চম্পট দিল দুষ্কৃতীরা। খোয়া গিয়েছে প্রায় পৌনে তিন লক্ষ টাকা।

Advertisement

শুক্রবার রাতে কোচবিহার শহরের কামেশ্বরী রোড এলাকার ঘটনা।

শনিবার সকালে ব্যাঙ্ককর্মীরা আসার পরে বিষয়টি জানাজানি হয়। পুলিশ সূত্রের খবর, ব্যাঙ্ক কর্তৃপক্ষ ওই এটিএম মেশিনে থাকা ২ লক্ষ ৭৭ হাজার টাকা লুঠ হয়েছে বলে অভিযোগ জানান। কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “ওখানে নৈশপ্রহরী ছিলেন না। তদন্ত শুরু হয়েছে।”

Advertisement

কামেশ্বরী রোডে ওই এটিএম বছর দুয়েক আগে চালু হয়েছিল। অনেক রাত পর্যন্ত ওই রাস্তায় লোক চলাচল করে। কখন দুষ্কৃতীরা সেখানে ঢুকেছিল, কেউ টের পাননি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় পাঁচ ফুট উচ্চতার অন্তত একশো কেজির মেশিনটি নীচে লোহার নাট দিয়ে বসানো ছিল। ওই সব নাট খুলে মেশিনটি তুলে নিয়ে যাওয়া হয়। অত বড় মেশিন নিয়ে যাওয়া দু’এক জনের কাজ নয়। মোটরবাইকে চাপিয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয়। ছোট গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশের এক অফিসার জানান, ওই রাতে কী-কী গাড়ি ওই রাস্তায় গিয়েছিল, তার তথ্য জোগাড়ের কাজও হচ্ছে।

পুলিশের এক কর্তা জানান, সাধারণত দুষ্কৃতীরা এটিএম মেশিন ভেঙে টাকা লুঠ করে। এ ক্ষেত্রে দুষ্কৃতীরা তা না করে বিপুল ওজনের মেশিনটি তুলে নিয়ে গেল কেন, তার উত্তর খুঁজছে পুলিশ। একটা ব্যাখ্যা হল, এটিএম মেশিনেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংরক্ষিত হয়। শুধু টাকা লুঠ করে পালালে ভিডিও ফুটেজে দুষ্কৃতীদের চিহ্নিত করা যেত। এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্তার মতে, “আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেই মেশিন বসানো হয়। ফলে যন্ত্র খোলা বা মেরামতের অভিজ্ঞতার খুঁটিনাটি তথ্য জোগাড় না করে মেশিন তুলে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে পুরোনো ফুটেজ থেকেও পুলিশ সূত্র পেতে পারে। কারণ কিছু দিন আগে দুষ্কৃতীরা সব কিছু খুঁটিয়ে দেখে গিয়েছে, এমন সম্ভাবনা যথেষ্ট।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন