অনলাইনের পাশাপাশি অফলাইনেও ভর্তি এবং কাউন্সেলিঙের ব্যবস্থা করার দাবি জানাল এবিভিপি। শুক্রবার বাগডোগরা কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে এবিভিপির ইউনিট। সংগঠনের দাবি, অনলাইন ভর্তির মতো পরিকাঠামো সর্বত্র নেই। সে কারণেই সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে অফলাইনেও ভর্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।