কমিউনিটি কলেজের উদ্বোধন ময়নাগুড়িতে

উত্তরবঙ্গের প্রথম কমিউনিটি কলেজ উদ্বোধন হল। শুক্রবার এক বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দুপুরে ময়নাগুড়ি কলেজ চত্বরে এর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ। একই দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ময়নাগুড়ি ডিপো দু’বছর পরে ফের চালু করা হয়। লোকসানের কারণ দেখিয়ে ২০১২-র ২২ ফেব্রুয়ারি ডিপো বন্ধ করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৬
Share:

উত্তরবঙ্গের প্রথম কমিউনিটি কলেজ উদ্বোধন হল। শুক্রবার এক বর্ণময় অনুষ্ঠানের মধ্যে দুপুরে ময়নাগুড়ি কলেজ চত্বরে এর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমনাথ ঘোষ। একই দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ময়নাগুড়ি ডিপো দু’বছর পরে ফের চালু করা হয়। লোকসানের কারণ দেখিয়ে ২০১২-র ২২ ফেব্রুয়ারি ডিপো বন্ধ করা হয়।

Advertisement

কলেজ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এই আর্থিক বছরে দেশে ২০০ কমিউনিটি কলেজ তৈরির সিদ্ধান্ত নেয়। তাঁর মধ্যে ১৩টি হবে পশ্চিমবঙ্গে। ওই ১৩ কলেজের মধ্যে ৮টি ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে ও ৫টি সাধারণ কলেজের সঙ্গে গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। কলেজগুলির মধ্যে একটি হচ্ছে উত্তরবঙ্গে, ময়নাগুড়ি কলেজে। প্রাথমিক ভাবে এখানে রিটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ানোর সিদ্ধান্ত হয় বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান। দুটি বিভাগে ১২০ জন ভর্তির সুযোগ পাবেন। এ দিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “শিক্ষার অঙ্গনে কমিউনিটি কলেজ এক ঐতিহাসিক পদক্ষেপ।” এই দিন কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, কমিউনিটি কলেজে পেশাগত বিষয়ে পড়াশোনা-প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষতা বাড়ানো হবে। এখানে থেকে পড়ুয়ারা ইচ্ছে করলে একসঙ্গে সাধারণ ডিগ্রি কলেজে পড়ার সুযোগ পাবেন। সুযোগ থাকবে গবেষণারও। অধ্যাপক ছাড়া নানা পেশায় সফল দেশ বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেশাদাররা প্রশিক্ষণ দিতে আসবেন। শনিবার থেকে ছাত্র ভর্তির শুরু হবে।

এই দিন বিকেলে নতুন বাজার সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ময়নাগুড়ি ডিপো ফের চালু করে নিগমের চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “বামফ্রন্ট সম্পদ লুঠ করে নিগমকে শেষ করে ছেড়েছে। ওঁরা বেআইনি ভাবে কর্মী নিয়োগ করেছে। যেমন কোচবিহারে অন্তত ২৭ জন মহিলা কনডাক্টর নিয়োগ করে বসিয়ে বেতন দেওয়া হয়েছে। ফলে বছরে রাজ্য সরকারকে ১০৮ কোটি টাকা ভর্তুকি গুনতে হচ্ছে। ওই কারণে কয়েকটি ডিপো বন্ধ করে দেওয়া হয়।” মন্ত্রী বলেন, “ময়নাগুড়ি ডিপো চালু করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছিল। আমরা সেই দাবির মান্যতা দিয়ে ডিপো চালু করছি।” নিগম সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ি ডিপোতে ১০টি বাস থাকবে। পাঁচটি রুটে ৭টি বাস চলবে। বাকি ৩টি ডিপোতে থাকবে। বাস খারাপ হলে সেগুলি নামানো হবে। অনুষ্ঠানে উপস্থিত নিগমের ডিরেক্টর জয়দেব ঠাকুর বলেন, “খুব তাড়াতাড়ি সমীক্ষা করে আরও রুটে বাস চালানো হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement